তনুপ ঘোষ: পথ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক এক। ঘটনাটি ঘটে আজ ৯ আগস্ট রবিবার রাত্রে ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কের কেঠিয়া ব্রিজের সামনে। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সিন্টু মণ্ডল। আজ ঘাটাল থেকে চন্দ্রকোণা বাঁকা গ্রামের মানিককুণ্ডু গ্রামে বাড়িতে ফিরছিল সিন্টু এবং তাঁর বন্ধু অচিন অচিন্ত্য গোস্বামী। বাইকটি দ্রুতগতিতে এসে কেঠিয়া চাতালের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই জনে আহত হন। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয় সিন্টুর।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...