চন্দ্রকোনা পুলিশের জালে ধরা পড়ল ছিনতাইকারি

বাবলু সাঁতরা: অবশেষে পুলিশের জালে ছিনতাইকারি। অল্প সময়ের মধ্যেই  ব্যাঙ্কের বাইরে থেকে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করে রাজু খাঁন নামে এক ছিনতাইকারিকে পাকড়াও করল চন্দ্রকোনা থানার পুলিশ। এই পুলিশের বড় এক সাফল্য বলেই মনে করছে সকলে। পুলিশ সূত্রে জানাযায়,গত ৫ মে চন্দ্রকোনা পৌরসভার খিড়কিবাজার  ইউকো ব্যাঙ্কে গোঁসাইবাজার এলাকার বাসিন্দা অনাথবন্ধু ঘোষ নামে এক ব্যক্তি নগদ ৩ লক্ষ টাকা ব্যাগে নিয়ে জমা করতে এসেছিলেন। তিনি আনন্দপুর থানার বুড়্যাপাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী রণজিৎ দন্ডপাটের ম্যানেজার হিসাবে কাজ করতেন। ব্যবসার ৩ লক্ষ টাকা সেদিন তিনি ব্যাঙ্কে জমা করতে এসেছিলেন। পুলিশকে অনাথবন্ধুবাবু জানিয়েছিলেন,সেদিন ব্যাঙ্কের বাইরে বসে পরিচিত এক ব্যক্তির অনুরোধে একটি ফর্ম ফিলাপ করে দিচ্ছিলেন,পাশেই টাকার ব্যাগটিও ছিল।ফর্ম ফিলাপ হতেই লক্ষ করেন টাকা ভর্তি ব্যাগ নেই, খোঁজাখুঁজি করলেও কোনও হদিশ পাননি। ওই দিনের ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছিলেন অনাথবন্ধুবাবু। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে জানাযায়,গতকাল শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতার গুইয়াদহ এলাকা  থেকে রাজু খাঁন নামের একজনকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতের থেকে ১ লক্ষ ৫ হাজার নগদ টাকা এটিএম কার্ড,পাশবই সহ বেশকিছু ডকুমেন্টস উদ্ধার হয়েছে।পাশাপাশি ওইদিন ছিনতাইয়ের জন্য ব্যবহৃত একটি মোটরবাইকও সিজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাযায়। ধৃতকে শনিবার ঘাটাল কোর্টে পাঠানো হয় এবং পুলিশের তরফে ৭ দিনের রিমান্ডেরও আবেদন করা ।পুলিশের অনুমান ছিনতাইয়ের এই ভেতরে বড় কোনও চক্র কাজ করছে। তাদেরও ধরার চেষ্টা করছে পুলিশ। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।