যথাযথ মর্যাদায় বিদ্যাসাগরের ১৩১ তম প্রয়াণ দিবস পালিত হল বীরসিংহে

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ শ্রাবণ, বাংলা তিথি অনুযায়ী বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস।২০১৯ সাল অব্দি আজকের দিনে বীরসিংহে ঢল নামত অসংখ্য মানুষের, শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে উঠতেন উৎসবের আনন্দে।পাতপেড়ে সারিবদ্ধ খিঁচুড়ি খাওয়া, আলোচনা চক্রে দিকপাল মনিষীদের বক্তব্য শোনার সাথে উপরিপাওনা মুখরোচক ঘুগনি, ফুচকা, পাঁপরভাজা। সেসব আজ অতীত। অতিমারীর আঁচে তপ্ত-সেদ্ধ সবকিছু আজ প্রকৃতই বিবর্ণ। গতবছর শুধুমাত্র প্রতিকৃতিতে

মাল্যদানেই সীমাবদ্ধ ছিল আজকের দিনের শতবর্ষ প্রাচীন অনুষ্ঠান। এবছর ঘাটালের নতুন এসডিও সুমন বিশ্বাসের উদ্যোগেই প্রয়াণ দিবস উদযাপিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহে। জন্মস্থান, গ্রন্থাগার ও বীরসিংহ ভগবতী বিদ্যালয় এ অবস্থিত মর্মর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর শুরু হয় পর্যায়ক্রমে রক্তদান শিবির, স্বাস্থ্যপরীক্ষা,চক্ষুপরীক্ষা,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রথম চারজন ছাত্রের সম্বর্ধনা,২৫ জন দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়

পাঠ্যপুস্তক প্রদান। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম অঙ্গ হিসেবে ছিল ১৩১জন দুস্থ মানুষকে বস্ত্র প্রদান এবং ১৩১টি বৃক্ষরোপণ।রক্তদান শিবিরে ২জন মহিলা সহ মোট ২২ জন রক্তদান করেন। যাঁর মধ্যে উল্লেখযোগ্য রক্তদাতা হলেন বিদ্যাসাগর চক্রের এস আই বহ্নিশিখা দে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও সঞ্জীব দাস, দুই জয়েন্ট বিডিও সুমন্ত সাহা ও অনন্ত গোস্বামী, প্রাক্তন বিধায়ক শংকর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না,সহসভাপতি দিলীপ মাজি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ,বিদ্যাসাগর চক্রের এস আই বহ্নিশিখা দে প্রমুখ।
বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক তথা বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষক শক্তিপদ বেরা জানালেন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন ঘাটাল মহকুমা ও ব্লক প্রশাসন। কুনাল সিংহ রায়ের রিপোর্টে আমি সুনীতা রায়। স্থানীয় সংবাদ, ঘাটাল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!