ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ প্রার্থীই তাঁদের নিজের বুথে জিততে পারেননি

শ্রীকান্ত ভুঁইয়া, সন্তু বেরা ও বাবলু মান্না(স্থানীয় সংবাদ, ঘাটাল): ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ছিলেন ১৪ জন। তাঁদের মধ্যে একজনের বাড়ি মহকুমার বাইরে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের দু’জন প্রার্থী দাসপুর থেকে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সব মিলিয়ে ওই ১৪ জন প্রার্থীর মধ্যে শঙ্কর দোলই, অরূপ ধাড়া, শীতল কপাট এবং মমতা ভুঁইয়া ছাড়া কেউই নিজের বুথ থেকে জিততে পারেননি। বুথে সবচাইতে বেশি ভোটে জিতেছেন শঙ্করবাবু। ৮৩৭ ভোটে। দ্বিতীয়স্থানে রয়েছেন শীতল কপাট। তিনি ২০৬ ভোটের ব্যবধানে জিতেছেন। অরূপ ধাড়া ১৫৪ ভোটে এবং মমতা ভুঁইয়ামাত্র ৮১ ভোটে।
পুরো সংবাদপত্রটি পড়তে হলে এই লিঙ্কটিতে ক্লিক করুন https://drive.google.com/file/d/1ixFr5wJb_7zT1ylzWZKFGKbim18Zwhzv/view?usp=sharing
২৩০-দাসপুর বিধানসভা
•ধ্রুবশেখর মণ্ডল: তিনি দাসপুর বিধানসভা কেন্দ্রের ৬৮-দরি অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-১৪৫, প্রশান্ত বেরা (বিজেপি)-১২২, মমতা ভুঁইয়া (তৃণমূল)-১৭৯, জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-২ এবং নোটা-৭।
•প্রশান্ত বেরা: দাসপুর বিধানসভা কেন্দ্রের ২৪২-মশালচক প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-২০, প্রশান্ত বেরা (বিজেপি)-৩০৪, মমতা ভুঁইয়া (তৃণমূল)-৩০৭। জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-০ এবং
নোটা-৭।
•মমতা ভুঁইয়া: দাসপুর বিধানসভার ১৬৯-জুয়াখালি প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-১৬, প্রশান্ত বেরা (বিজেপি)-২১২, মমতা ভুঁইয়া (তৃণমূল)-২৯৩, জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-৩ এবং নোটা-২।
•জগদীশ মণ্ডল অধিকারী: দাসপুর বিধানসভা কেন্দ্রের ৭১-রাণীচক দেশপ্রাণ হাইস্কুল বুথের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-৩২, প্রশান্ত বেরা (বিজেপি)-২০১, মমতা ভুঁইয়া (তৃণমূল)-৩০৫, জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-৯ এবং নোটা-৬।
২৩১-ঘাটাল বিধানসভা
•কমল দোলই: ঘাটাল বিধানসভা কেন্দ্রের ৯২-মনোহরপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। কমল দোলই (সিপিএম)-১১৭, শীতল কপাট (বিজেপি)-২১৭, শঙ্কর দোলই (তৃণমূল)-২২৩, অঞ্জন জানা (এসইউসিআই)-৭, তপন দোলই (নির্দল)-৪ এবং নোটা-৬।
•শীতল কপাট: ঘাটাল বিধানসভা কেন্দ্রের ২২৩-পান্না হাইস্কুলের ভোটার। কমল দোলই (সিপিএম)-৩১, শীতল কপাট (বিজেপি)-৪৫২, শঙ্কর দোলই (তৃণমূল)-২৪৬, অঞ্জন জানা (এসইউসিআই)-৮, তপন দোলই (নির্দল)-৮ এবং নোটা-৮।
•শঙ্কর দোলই: ঘাটাল বিধানসভা কেন্দ্রের ১৮৯-মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। কমল দোলই (সিপিএম)-৫৩, শীতল কপাট (বিজেপি)-১৫৪, শঙ্কর দোলই (তৃণমূল)-৯৯১, অঞ্জন জানা (এসইউসিআই)-২৫, তপন দোলই (নির্দল)-৬ এবং নোটা-৭।
•অঞ্জন জানা (দাসপুরে বাড়ি): দাসপুর বিধানসভা কেন্দ্রের ২৬৫-সোনামুই-দুর্গাপুর গোপীনাথ প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-১০৭, প্রশান্ত বেরা (বিজেপি)-৪১৫, মমতা ভুঁইয়া (তৃণমূল)-৪৭১, জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-৭ এবং নোটা-৪।
•তপন দোলই (দাসপুরে বাড়ি): দাসপুর বিধানসভা কেন্দ্রের ১২-রসিকগঞ্জ হাইস্কুলের ভোটার। ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)-২৭, প্রশান্ত বেরা (বিজেপি)-৩৩০, মমতা ভুঁইয়া (তৃণমূল)-৩১৪, জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)-৫ এবং নোটা-৬।
২৩২-চন্দ্রকোণা বিধানসভা
•অরূপ ধাড়া:চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের ১৪৫-জয়ন্তীপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। অরূপ ধাড়া (তৃণমূল)-৬১১, শিবরাম দাস (বিজেপি)-৪৫৭, অক্ষয় খান (এসইউসিআই)-৪, গৌরাঙ্গ দাস (সংযুক্ত মোর্চা)-৬, সুধীর আড়ি (নির্দল)-৪ এবং নোটা- ১১
•শিবরাম দাস: চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের ৭৩-গণেশজননী প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। অরূপ ধাড়া (তৃণমূল)-৭১০, শিবরাম দাস (বিজেপি)-৩৯১, অক্ষয় খান (এসইউসিআই)-০, গৌরাঙ্গ দাস (সংযুক্ত মোর্চা)-৩৯, সুধীর আড়ি (নির্দল)-৩ এবং নোটা-১৮।
•অক্ষয় খান: এই এসইউসিআই প্রার্থী বাড়ি খড়্গপুর বিধানসভার ১০ নম্বর বুথে। অক্ষয়বাবুর বুথে তাঁর দল জিতে পারেনি।
•গৌরাঙ্গ দাস: চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের ৬৩-রামজীবনপুর নন্দলাল প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। অরূপ ধাড়া (তৃণমূল)-৩৯১, শিবরাম দাস (বিজেপি)-৪০৬, অক্ষয় খান (এসইউসিআই)-৫, গৌরাঙ্গ দাস (সংযুক্ত মোর্চা)-৪১, সুধীর আড়ি (নির্দল)-৯ এবং নোটা-৮।
•সুধীর আড়ি: চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের ৩১৭-নাড়াজোল রাণী মৃণালিনী প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটার। অরূপ ধাড়া (তৃণমূল)-৪০৮, শিবরাম দাস (বিজেপি)-৩৬৯, অক্ষয় খান (এসইউসিআই)-১, গৌরাঙ্গ দাস (সংযুক্ত মোর্চা)-৫০, সুধীর আড়ি (নির্দল)-৫ এবং নোটা-১৪।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/