ঘাটালের বীরসিংহে মুখ্যমন্ত্রী আসার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

মনসারাম কর: বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রীর আসা শুধুমাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা।

বীরসিংহ জুড়ে তার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামীকাল ২৪ সেপ্টেম্বর বিদ্যাসাগরের দুশোতম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ পৌঁছাবেন। প্রশাসনিক সভার মূল মঞ্চ থেকে শুরু করে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সাজানো, রাস্তাঘাট প্রভৃতি সমস্ত ক্ষেত্রেই এখন সাজো সাজো রব। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন জেলা, মহাকুমা ও ব্লক স্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। পুলিশ সুপার দীনেশ কুমারও স্বয়ং ঘটনাস্থলে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বৈকাল তিন টের সময় হেলিকপ্টারে করে নামবেন বীরসিংহ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের পাথরা গ্রামে। সেখানথেকে মুখ্যমন্ত্রীর কনভয় পিচ রাস্তা বরাবর প্রথমেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে যাওয়ার কথা, সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান এবং বিদ্যাসাগরের জন্মস্থানে পুষ্প প্রদান করবেন তিনি। সেখান থেকে তিনি সরাসরি ঢুকবেন বিদ্যাসাগর হাইস্কুল চত্বরে। হাইস্কুল চত্বরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পরেই চলে যাবেন মূলমঞ্চে। এই মূল মঞ্চ থেকেই তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কৃষি শ্রম মৎস্য কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী ইত্যাদি বিভিন্ন প্রকল্পে প্রায় ৬০ জন উপভোক্তাকে এই মূল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সরকারি সুবিধা প্রদান করবেন। উপভোক্তারা থাকবেন মূলমঞ্চের বামদিকে। মূল মঞ্চের সামনের ডি- জোনে বিশেষ ছাড়পত্র পাওয়া ব্যক্তি ছাড়া কারোর প্রবেশাধিকার নেই। এই সভায় আসা সকল মানুষের জন্যই থাকছে যথাযথ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও মেলা চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকছে যেখান থেকে সাধারণ মানুষ বিভিন্ন রকমের সরকারি সুযোগ-সুবিধার কথা আধিকারিকদের মাধ্যমে খুব সহজেই জানতে পারবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই স্টল থেকেও বিভিন্ন দপ্তর বিভিন্ন রকম সুবিধা নথিভূক্ত অনেককেই দেবেন। আরও জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী সড়কপথেও আসতে পারেন। প্রস্তুতির শেষ লগ্নে দাঁড়িয়ে ঘাটালের বিধায়ক শংকর বলেন, আর কয়েকটা মাত্র ঘন্টার অপেক্ষা, ঘাটাল বাসি হিসাবে আমরা খুবই খুশি, প্রথম কোন মুখ্যমন্ত্রী এই বীরসিংহ গ্রামে আসছেন তাতে আমরা আপ্লুত অভিভূত। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি বলেন বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের শেষ লগ্নের প্রস্তুতি প্রায় শেষের মুখে, আমরা মুখ্যমন্ত্রী আসার অপেক্ষায় রয়েছি। সবে মিলে চরম প্রস্তুতির শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা। অপেক্ষায় সাধারণ মানুষজন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।