ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৩আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ৪৫জন •রিপিট:০২জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১১আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৩আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:১৩ জন। •ঘাটাল থানার তিন জন(পুরুষ/৫৯, পুরুষ/৩০, পুরুষ/৫৬),ঘাটালের ৩ নম্বর ওয়ার্ডের বেরাদের চার জন(পুরুষ/৩৯, মহিলা/২৯, বালিকা/৭, মহিলা/৪২), ৩ নম্বর ওয়ার্ডের হাজরাদের একজন(মহিলা/৪৮) ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডের দত্তদের দুজন(মহিলা/২২,মহিলা৫৬), শ্রীপুরের ভুঁইঞাদের একজন(পুরুষ/৫৫), বেলসরের মণ্ডলদের দুজন(পুরুষ/৩৫, বালক/৯)।
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র ❖মোট:৩ জন। •দন্দিপুরের খাঁয়েদের দুজন (মহিলা/৪০, পুরুষ/২৫) এবং দন্দিপুরের দোলইদের একজন(পুরুষ/২৪)।
দাসপুর হাসপাতাল ❖মোট:১৯জন। •দাসপুরের ভুঁইঞাদের একজন(পুরুষ/৩২), শ্রীবরার মণ্ডলদের একজন(পুরুষ/২৮), দাসপুরের ভট্টাচার্যদের একজন(পুরুষ/৩৫), দাসপুরের দণ্ডপাটদের একজন(পুরুষ/৩১), দাসপুরের দাসেদের একজন(পুরুষ/২৫), উদয়চকের ভৌমিকদের একজন(পুরুষ/২৩),কাদিলপুরের মন্ডলদের একজন(পুরুষ/৬৭), বেলিয়াঘাটার পাত্রদের দুজন(পুরুষ/৪৪, পুরুষ/৩২),নাড়াজোল কয়ানপুরের দোলইদের একজন(পুরুষ/৩০), সরবেড়িয়ার ঘোষেদের একজন(পুরুষ/৩৬), সাগরপুরের সামন্তদের তিনজন(যুবতী/২৩, পুরুষ/২৮, শিশু/৩), সাগরপুরের দোলইদের একজন(মহিলা/৩০), সুজানগরের দোলইদের একজন(মহিলা/৩০), দাসপুরের ঘোড়ইদের দুজন(মহিলা/৩৫, যুবক/১৯) এবং জগন্নাথবাটির ঘোষেদের একজন(কিশোরী/১৫)।   
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র ❖মোট:২ জন। •শয়লার সামন্তদের একজন(পুরুষ/৫৬) এবং উত্তর গোবিন্দনগরের ধাড়াদের একজন(পুরুষ/৩১)
চন্দ্রকোণা হাসপাতাল ❖মোট:৮ জন। •চন্দ্রকোণার চিকিৎসক ডাঃ গৌতম পতিহার, চন্দ্রকোণার রাধাবল্লভপুরের দত্তদের একজন(যুবতী/১৮), চন্দ্রকোণার সামন্তদের একজন(পুরুষ/৪০), কাশখুলির সিঙেদের একজন(পুরুষ/৩৯), কল্যার খানেদের চারজন(মহিলা/৪৭, কিশোর/১৭, পুরুষ/৪৫, পুরুষ/৪১)।
মেদিনীপুর আয়ুস হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•

মেদিনীপুর মেডিক্যাল কলেজ •ঘাটাল মহকুমার কেউ নেই•

শালবনী করোনা হাসপাতাল ❖মোট:২ জন। •ঘাটাল থানার দু’জন (পুরুষ/৫২, পুরুষ/৩১)। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। এই সমস্ত রোগীদের দ্বিতীয় বা তার পরবর্তী পর্যায়ের করোনা টেস্টে পজিটিভ এসেছে।]
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!