এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৯আগস্ট ২০২০

Published on: August 19, 2020 । 9:56 PM
ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ২৭জন রিপিট:০৩জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১৭আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৯আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]
• আজ আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এলে এখানে যোগ করে দেব। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। তাছাড়াও আজকের রিপোর্টে কোনও আপডেট থাকলে রিফ্রেস করলে সেটা পেয়ে যাবেন।
ঘাটাল মহকুমা হাসপাতাল মোট:৪ জন। • ঘাটাল থানার একজন(পুরুষ/২৮), প্রতাপপুরের জানা দের একজন(পুরুষ/৩৪), হরিশপুরের বরেদের একজন( পুরুষ/৩০)এবং জোৎঘনশ্যামের মণ্ডলদের একজন(পুরুষ/৪৮)।  
দাসপুর হাসপাতাল মোট:৯ জন। ••ডিহিবলিহারপুরের মূলাদের একজন(পুরুষ/৮৫), রসিকগঞ্জের মুখোপাধ্যায়দের একজন(পুরুষ/৫১), বকুলতলার সিঙেদের একজন(পুরুষ/৩৯) বকুলতলার মাহাতোদের দুজন(পুরুষ/৩১, পুরুষ/৩৬), বকুলতলার রায়েদের একজন(পুরুষ/৩০), বকুলতলার মৈত্রদের একজন(পুরুষ/৪৬), রাজনগরের আশেদের একজন(পুরুষ/৫৯), দাসপুরের দাসেদের একজন(পুরুষ/২৮)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র মোট:১ জন। •সোনাখালির মাইতিদের একজন(পুরুষ/৫২)।  
বীরসিংহ হাসপাতাল মোট:১৩ জন। •রঘুনাথপুরের ঘোষেদের একজন (পুরুষ/৩৪), রাধাবল্লভপুরের দণ্ডপাটদের একজন(মহিলা/২৮), ঘাটালের মালঞ্চের(?) পাখরদের একজন(পুরুষ/৫২), মারিচ্যার বরেদের দু’জন(পুরুষ/৬০, মহিলা/২৫), বেলসরের বেরাদের পাঁচ জন( যুবক/১৮, পুরুষ/৩৮, মহিলা/৩৮, মহিলা/২৮, বালক/১২) এবং বেলসরের মণ্ডলদের তিন জন(মহিলা/১৯, পুরুষ/৩২, মহিলা/৩৫)।
ক্ষীরপাই হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
আয়ুস হাসপাতাল  •ঘাটাল মহকুমার কেউ নেই•
শালবনী হাসপাতাল মোট:৩ জন। •সাগরপুরের সামন্তদের একজন(মহিলা/২৩), ঘাটালের মাহাতোদের একজন(পুরুষ/৩০), ঘাটাল থানার একজন। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad