মায়ের জন্য:করোনার ভ্যাকসিন নেই মায়ের,ছেলে নিজের হাতে বানালো দুর্গা

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল:  আজ শুক্রবারের সাত সকালেই কাগজ কেটে দুর্গা বানিয়ে তাক লাগালো দাসপুরের টালিভাটার সুরজিত।

করোনার গেরোয় এবার ২০২১ এর দুর্গোৎসবে মায়ের কাছে পৌঁছাতে ভ্যাকসিন মাস্ট। মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়ে ঠাকুর দেখার সেই মজা আর থাকছে না। পুজোর দিনগুলো ঘরে বসেই কাটাতে হবে আর পাঁচটা ছেলের মতই সুরজিত ও তার বাবা মাকে। তবে এবার ঘরে বসেই ঠাকুর দেখার ব্যবস্থা করেছে অষ্টম শ্রেনির ছাত্র সুরজিত দাসবৈদ্য। দাসপুরের টালিভাটার এই বালক শুধুমাত্র কাগজ কেটে তা জুড়ে জুড়ে প্রায় ৬ঘন্টার চেষ্টায় দেবি দুর্গা ও তার পরিবারকে তুলে এনেছে নিজের ঘরে। ছেলের এমন কীর্তেতে মুগ্ধ মা চন্দনা। তিনি বলেন,করোনার ভ্যাকসিনের দুটি ডোজ ছাড়া পুজোয় যেতে মানা। প্রত্যেক বছর মণ্ডপের নানান কাজ সামলান। ভ্যাকসিন না থাকায় এবার সিঁদুর খেলাতেও থাকতে পারবেন না তিনি। ছেলের এই সৃষ্টিতে কিছুটা হলেও সে কষ্ট দূর হবে। সুরজিতের বাবা শুভঙ্কর দাসবৈদ্য বলেন,ছেলে ছোটো থেকেই নতুন কিছু সৃষ্টিতে মুখিয়ে থাকত। কাগজ কেটে এভাবে দুর্গোৎসবের মাঝে বাড়িতেই দুর্গা তুলে আনবে ভাবিনি। করোনা সংক্রমণে সরকারি নিষেধাজ্ঞা সব মিলিয়ে যখন বাইরে পুজোর কোনো আমেজই নেই সেই সময়ই ছেলের এই সৃষ্টি বাড়ির মধ্যে হঠাৎই একটা পুজো পুজো ভাব এনেছে। সুরজিতের এই সৃষ্টিতে মুগ্ধ চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলাও। তিনি বলেন এই বয়সে কাগজ কেটে এই কাজ সত্যিই প্রশংসনীয়।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015