করোনা ভ্যাকসিনে ব্যাপক কারচুপি, ধুন্ধুমার দাসপুর হাসপাতালে

সৌমেন মিশ্র ও সন্তু বেরা: করোনার ভ্যাকসিন নিয়ে ধুন্ধুমার দাসপুর হাসপাতালে। আজ ১ সেপ্টেম্বর বুধবার রাতের অন্ধকার নামলেও আগের রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেক বয়স্কদেরকে ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, অভিযোগে সোচ্চার দাসপুরবাসী। অভিযোগ,বয়স্কদের নামে যুবক যুববতীদের ভ্যাকসিন পাইয়ে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরাসরি অভিযোগের তীর কিন্তু এলাকার আশা কর্মীদের দিকে। আজ বুধবারের সন্ধ্যে থেকে রাতের অন্ধকার গাঢ়ো হওয়ার সাথে উত্তেজনা বাড়তে থাকে ভ্যাকসিন না পেয়ে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায় পৌঁছে যান পুলিশের বিশেষ বাহিনী নিয়ে।

বিক্ষোভকারীদের ভুরিভুরি অভিযোগে থাকলেও এ বিষয়ে মুখে কুলুপ দাসপুর গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষেরা। ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ তাঁরা। তবে ভ্যাকসিন নিয়ে কারচুপির অভিযোগ নিয়ে মুখ খুললেন দাসপুরের রাজনগর সুস্বাস্থ্য কেন্দ্রের এক আশাকর্মী রীনা পণ্ডিত। তিনি স্পষ্ট জানান,তাঁদের কাছে কারচুপির কোনও অবকাশ থাকে না। মাঝে মধ্যে ৪-৫ জন করে ষাটোর্ধ এলাকাবাসীদের নাম চাওয়া হয় ভ্যাকসিন দেওয়ার জন্য। নিজের তালিকা থেকে ক্রমানুসারে তাঁরা নাম পাঠিয়ে দেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!