ঘাটাল কলেজে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ কর্মসূচি হল

শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল কলেজে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ সচেতনতা শিবির হল। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মানুষ ডিজিটাল দুনিয়ায় যত বেশি অভ্যস্ত হচ্ছে পাল্লা দিয়ে ততই বেড়ে চলেছে অপরাধের সংখ্যা প্রতিদিনই জেলার কোথাও না কোথাও সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। জনসাধারণের মধ্য সাইবার ক্রাইম সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর এন এস এস বিভাগের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি সাইবার ক্রাইম কর্মসূচি করা হলো। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মন্টুকুমার দাস বলেন, পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রীকৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে মেদিনীপুর সাইবার ক্রাইম থানার দুই অফিসার প্রত্যয় দাস এবং দশের একটি টিম সাইবার চক্রান্তকারীদের বিভিন্ন পন্থা সম্বন্ধে সচেতন করলেন এবং কিভাবে ফেসবুক,ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং থেকে রক্ষা পাওয়া যায় তার উপায় জানালেন দর্শকাসনে উপস্থিত কলেজের ছাত্র-ছাত্রীদের। একইসাথে জানালেন সাইবার প্রতারণার শিকার হলে যেকোনো ব্যক্তি ১০৯৩ নাম্বারে ফোন করে অভিযোগ তৎক্ষণাৎ জানাতে পারেন। পশ্চিম মেদিনীপুর এ এস পি শ্রীকৃষ্ণগোপাল মিনা জানান সাইবারক্রাইম সম্বন্ধীয় সচেতনতা অনুষ্ঠান সারা বছর ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ করে আসছে। সাইবার প্রতারণার শিকার থেকে বাঁচতে হলে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। যেকোন সমস্যার জন্য পশ্চিম মেদিনীপুর সাইবার থানা সাহায্যে প্রস্তুত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।