দাসপুরে আবার নতুন করে ঘোগ, কপালে দুশ্চিন্তার ভাঁজ এলাকাবাসীর

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের গোকুলনগরের পর দামোদরপুরে কংসাবতী নদী বাঁধে ঘোগ। আজ ২ অক্টোবর দুপুরে সরবেড়িয়া-১ গ্ৰাম পঞ্চায়েতের দামোদরপুরে কয়েকটি জায়গায় ঘোগ দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কংসাবতী নদীর জলস্তর বাড়ছে, ফলে কংসাবতী নদীর বাঁধ বরাবর একাধিক জায়গায় ঘোগ দেখা দিয়েছে। আজ দামোদরপুর গ্ৰামে ভৌমিক পাড়ার কাছে দু থেকে তিন জায়গায় ঘোগ দেখা দিয়েছে। সেচ দপ্তরের লোকজন ও স্থানীয়দের তৎপরতায় তা মেরামতের চেষ্টা চলছে। বস্তায় মাটি ভরে ও বাঁশ দিয়ে রিং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা স্বপন ভৌমিক বলেন, বেশ কয়েকটি জায়গায় ঘোগ দেখা দিয়েছে। যার মধ্যে একটির জল আটকানো গেলেও বাকিগুলি মেরামতের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমরা।

উল্লেখ্য, গতবারের বন্যার সময়ও এই একই জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তখনও সাময়িকভাবে বস্তা দিয়ে রিং বাঁধ দিয়ে রোধ করা হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি তার থেকেও ভয়াবহ। আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির ফলে আবারও নদীর জল বাড়তে পারে। তাই বেশ দুশ্চিন্তায় রয়েছেন ওই এলাকার মানুষেরা।

অন্যদিকে সেচ ও জলপথ দপ্তর জানিয়েছে, ঘোগগুলি নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতি মুহূর্তে তারা নজর রাখছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015