দাসপুরের নদী বাঁধে ফের বড়সড় ফাটল

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবারও নদীবাঁধে বড়সড় ফাটল, নতুন করে কি গৃহহারা হতে চলেছে দুধকোমরা গ্রামের বেশকিছু পরিবার? দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের দুধকোমরা গ্রামের বটতলা এলাকায় রূপনারায়ণের নদী বাঁধের বড়সড় ফাটল দেখা দিয়েছে। নদী বাঁধ সংলগ্ন এলাকায় যে সমস্ত বসতবাড়ি রয়েছে, সেই পরিবারগুলি আশঙ্কায় ভুগছে এখন। এই স্থানে বসবাসকারী গোপাল মান্না, গোবিন্দ মান্না, মুকুন্দ মান্না, কল্পনা মান্না, স্বপন মান্না, তাপসী মাইতিরা বলেন, এই সমস্যাটি প্রতিবছরের, বর্ষাকাল ছাড়াও বছরের বিভিন্ন সময়ে নদীবাঁধের ওই অংশে ফাটল লক্ষ্য করা যায়। গোপীগঞ্জ থেকে শ্রীবরা যাওয়ার একমাত্র ওই রাস্তাটির পাশের রূপনারায়ণ নদীবাঁধে প্রায় সময় ধস দেখা দেয়। প্রশাসন সাময়িকভাবে সেগুলি মেরামত করলেও, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পাকাপোক্তভাবে এই অংশের মেরামতের দাবি তুলেছেন ওই এলাকার মানুষ। উল্লেখ্য, কয়েকদিন আগেই দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জ এলাকায় নদীবাঁধ ধসে গিয়ে বড়সড় বিপত্তি ঘটেছে। প্রশাসন ও অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এলাকাবাসী। ধস নামার কারণ হিসেবে উঠে এসেছিল নদীগর্ভের বালি অবৈধ ভাবে তুলে নেওয়া। সেদিন গোপীগঞ্জে পরিদর্শনে এসে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করলেও, বালি মাফিয়াদের কারবার কিন্তু বন্ধ হয়নি। আর এই বালি তুলে নওয়ার জেরে নদীর গতিপথ ঘুরে গিয়ে নদী বাঁধের একাধিক অংশে ধস লক্ষ্য করা যাচ্ছে। নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কাতে ভুগছেন দুধকোমরা ফাটল দেখা দেওয়া অংশে বসবাসকারী পরিবারগুলি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক পাত্র বলেন নদী থেকে অবৈধ বালি খননের ফলেই কিন্তু বারবার এই সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি তারা সেচ দপ্তরকে জানিয়েছে। তবে প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নতুন করে গৃহহীন হতে পারে বেশ কিছু পরিবার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।