দাসপুরের বেহাল বিদ্যাসাগর সেতুতে পানার চাপ! দুশ্চিন্তায় এপার ওপারের দুই জেলা

সৌমেন মিশ্র:একে বেহাল ভাঙাচোরা সেতু দুইয়ে মড়ার উপর খাড়ার ঘায়ের মতো জলের স্রোতের সাথে আসছে হাজার হাজার পানার স্তূপ। প্রবল সে চাপে দুর্বল বেহাল কাঠের সেতু ভেঙে যেকোনো মূহুর্তে ঘটে যেতেপারে অখটন। দাসপুর ১ ব্লকের নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভসরা খালের উপর পাইকান বোয়ালিয়ায় বিদ্যাসাগর সেতুর এমন অবস্থা। আজ মঙ্গলবারের সকাল থেকেই গ্রামবাসীদের কপালে ভাঁজ।

সেতু ভেঙে পারাপার বন্ধ হলে সমস্যায় পড়তে হবে পশ্চিম মেদিনীপুরের পাইকানবোয়ালিয়া, জ্যোতিসব, বিহারীচক চকসুন্দর,মানিকপুর,ধানখালের মতো গ্রামগুলির বাসিন্দাদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সাহালাজপুর,গোপালহাজরা,বিগড়া,চন্দনগেড়া,চকগোপালসহ বহু গ্রামের হাজার হাজার মানুষকেও। ঘুরপথে যাতায়াতের খরচ এবং সময় নিয়ে চিন্তার শেষ নেই গ্রামের জয়দেব বড়দোলই,রাজু দোলই,রাধানাথ দোলইদের।

তবে তৃণমূল পরিচালিত নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দোলই জানান গ্রাম বাসীদের সমস্যার কথা মাথায় রেখে তিনি অনেক আগেই এই ভাঙা কাঠের সেতুর জায়গায় পাকাপোক্ত মজবুত কংক্রিটের সেতুর জন্য গত আর্থিক বছরে প্রপোজাল দিয়েছিলেন। সে কাজ অনুমোদন পেয়ে অর্থ বরাদ্দ হলে কিছু দিনের মধ্যেই সেতুটি ভেঙে কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু হবে।

কিন্তু তার মাঝে এ কটাদিন প্রাণ হাতে ভাঙা পেরেক ওঠা পাটায় ভবিষ্যৎকে সঁপে দিয়ে ওপারে যেতে হবে এপার ও ওপারের বাসিন্দাদের। দাসপুর থেকে ক্যামেরায় শ্রীকান্ত ভুঁইঞার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!