দাসপুরে রাস্তার হাল ফেরাতে বিক্ষোভে সামিল হল গ্ৰামবাসীরা

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাম থেকে ডান,প্রায় ৩৬ বছর ধরে এ রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। কালের নিয়মে রাস্তার বেশিরভাগই এখন পুকুরে। আশপাশের আট থেকে ১০টি গ্রামের মানুষের বিপদে-আপদে এ রাস্তা আসলে গোদের উপর বিষ ফোঁড়া। গ্রামের মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স থেকে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া সবই এখানে কেমন যেন থমকে। এক নয় দুটি গ্রাম পঞ্চায়েতের সংযোগে রাস্তা তাও হাল ফেরেনি। জেলার দাসপুর-১ ব্লকের দাসপুর-১ ও দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের ঠিক মাঝে দাসপুর গ্রামের ঘটক পুকুরের পাড়া বরাবর প্রায় ৩০০ মিটার রাস্তার এমন বেহাল দশা আর তার খেসারত দিচ্ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ সেবার বামেদের আমল এবার তৃণমূলের তৃতীয় বারের সরকার। লোকসভা,বিধানসভা,পঞ্চায়েত সব নির্বাচনেই বাড়ি বয়ে প্রতিশ্রুতি। ক্ষমতায় ফিরে রাস্তার হাল দেখতে এসে আধিকারিক থেকে পঞ্চায়েত সদস্য মাত্র একবার যাতায়াতেই রাস্তায় পড়ে আহতও হয়েছেন তবে সে আঘাতও মানুষগুলোর কষ্টের কথা তুলে ধরতে ব্যর্থ ছিল। বর্তমানে দুয়ারে সরকার এলেও সরকারের দুয়ারে যাওয়ার মারণ ফাঁদ গ্রামবাসীদের যাতায়াতের এ রাস্তা। আজ মঙ্গলবার বিকেলে গ্রামের বেহাল রাস্তার হাল ফেরাতে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা।

তবে জনগন ক্ষোভ উগরে দিতেই নড়েচড়ে বসেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। দাসপুর-২ গ্রাম পঞ্চায়েত সদস্যা অমৃতা কাপড়ির সাফাই,রাস্তাটির কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। জেলা পরিষদের অধীর রাস্তার টেন্ডার হয়ে গেছে। এখন দেখার রাজ্যের তৃণমূল সরকারের আমলে বাম জমানার ৩৬ বছরের বেহাল রাস্তার হাল ফেরে কিনা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।