লকডাউনে শারদোৎসবের মতো জনজোয়ার ছত্রখান করল দাসপুর থানার পুলিশ

ইন্দ্রজিৎ মিশ্র: মানুষের জনজোয়ার দেখলে কে বলবে করোনার প্রকোপে কাঁপছে ঘাটাল মহকুমা!  ভিড় দেখে তো মনে হচ্ছে করোনার আতঙ্ক একদমই নেই। যেন আগের সেই দিনগুলো আবার ফিরে এসেছে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] দাসপুর-১   ব্লকের  তেমোহানি ঘাটে  ষ্টীল ব্রীজের নীচে সকাল থেকেই নদীতে ভেসে আসা পানার স্তর ভয়ঙ্কর ভাবে জমা হচ্ছিল। সে কথা মানুষের মুখে মুখে চাউর হতেই বিকেল থেকে সেই  পানাস্তর দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে।  মানুষের জনজোয়ার দেখলে মনে হবে যেন কাছেপিঠে কোথাও মেলা বসেছে। দুদিন পর পর লকডাউনের পর কচুরিপানার স্তুপ দেখতে আত্মহারা জনতার দাবি তারা ঘরে বসে বসে বোর হচ্ছিল, তাই বেরিয়ে পড়েছে নদীর হাওয়া খেতে। এদিকে মানুষের ঢল আটকাতে দাসপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়   দাসপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের  হস্তক্ষেপেই  ব্রিজের যানজট ছত্রভঙ্গ হয়ে স্বাভাবিক হয়েছে। এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাত্রিভর চলবে  পানা সরানোর কাজ।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!