গ্রামগুলিকে সাবলম্বী করে তোলার দিশা দেখাতে দাসপুরের গান্ধী মিশনে বিশেষ আলোচনাচক্র

সন্তু বেরা: গান্ধীজির সহধর্মিনী কস্তুরবা গান্ধীর প্রয়ান দিবসকে স্মরণ রেখে অনুষ্ঠান করল গান্ধী মিশন ট্রাস্ট।  আজ ২২ ফেব্রুয়ারি এনিয়ে দাসপুরের গান্ধী মিশন জে.পি হলে  একটি তাৎপর্যপূর্ণ আলোচনাচক্র হয়।  ‘গান্ধীজি ও গ্রাম স্বাবলম্বন’ শীর্ষক ওই আলোচনাচক্রে  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গান্ধীমিশন পিস ফাউন্ডেশনের সম্পাদক তথা অলইন্ডিয়া সর্বদয়ের সভাপতি চন্দন পাল, মহিষাদল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিপদ মাইতি,   দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা  সহ কয়েকটি  জেলা থেকে আগত  প্রায় পঞ্চাশজন গান্ধীজির অনুগামী।  উপস্থিত বক্তারা গান্ধীজির দেখানো পথে গ্রামকে সমস্ত দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার নানান উপায় নিয়ে প্রাঞ্জল আলোচনা করেন।  এছাড়াও সারা ভারতে কোথায় কোথায় এই ধরনের গ্রাম স্বাবলম্বনের কাজ হচ্ছে বক্তারা তা তুলে ধরেন।  গান্ধী মিশনের সম্পাদক নারায়ণ ভাই বলেন, প্রতিবছর আমরা এই দিনটিতে  আলোচনামূলক অনুষ্ঠান করে থাকি।  গতবছর করোনার জন্য অনুষ্ঠানটি সেভাবে করা যায়নি।  এবছর যথারীতি অনুষ্ঠানটি করা হয়।   গান্ধী মিশনের কো –অর্ডিনেটর অরূপ চক্রবর্তী বলেন, আজকের এই অনুষ্ঠানে স্থানীয়  কিছু গ্রামবাসীও উৎসাহের সঙ্গে  অংশগ্রহণ করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!