সুমন করণ: আজ সকালে দাসপুর থানার মাগুরিয়ার মাঠে এই বিশালাকার পাখিটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ওই এলাকার বাসিন্দারা বলেন, মাঠের মাঝে পাখিটি ঝিমোচ্ছিল। আমরা আজ ১৪ মে সকালে পাখিটিকে উদ্ধার করে নিয়ে একটি মুরগির খাঁচাতে রাখার ব্যবস্থা করেছি। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, পাখিটি ধনেশ পাখি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ওজনও ৫-৬ কেজির মতো। এই এলাকায় এই পাখিটি থাকে না। পরিযায়ী এই পাখিটি কোনও ভাবে এলাকায় চলে এসেছে। আমরা পাখিটিকে উদ্ধার করার ব্যবস্থা করছি।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...