দাসপুরের নদীতে একসাথে এত মানুষ? মাছ না অন্যকিছু!

বৃষ্টির আকাল,মাঠে ঘাটে নেই তেমন জল। চাষে মন নাই কৃষকের। মাঝ নদীতে হাঁটু জল। সেই জলেই দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুরের কাঁসাই নদীতে শত শত মানুষ। কিন্তু কেন?

এলাকাবাসীদের থেকে খোঁজ নিয়ে জানা গেল আজ প্রায় ৭দিন ধরে সারাদিন এই এত সংখ্যক মানুষ জলেই থাকছে আর কেজি কেজি মাছ ধরছে। শুনতে অবাক লাগলেও ওই গ্রামের বাসিন্দা শ্রীমন্ত দোলই জানাচ্ছেন ৪ থেকে ৫ কেজি ওজনের মাছ তাদের মহেশপুর এলাকার মানুষ ধরেছেন। ছোটো ছোটো বাটা,টেংরা,মৌরলা এসব তো আছেই।

গ্রামের বয়স্করা বলছেন, প্রাকৃতিক ও ভৌগলিক অনুকূল অবস্থানগত পরিবেশে কাঁসাইয়ের গতিপথে এই মহেশপুর এলাকায় নদীতে মাছের পরিমানটা যথেষ্টই থাকে। এবার অনাবৃষ্টিতে নদীতে জল অনেকটা কমে যাওয়ায় এই হাঁটুজলে নদীর মাছগুলি অনায়াসে মানুষের নাগালে আসছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!