রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দাসপুরের যুবক

বাবলু মান্না: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন দাসপুরের এক যুবক। ওই যুবকের নাম সন্দীপ বাগ। বাড়ি দাসপুর থানার কুল্টিকরীতে।  বছর সাতাশের সন্দীপ দিল্লিতে সোনার কাজ করেন। সন্দীপের পরিবারসূত্রে জানা যায়, সন্দীপ দিল্লি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। আজ ২১ ফেব্রুয়ারি যথাসময়ে মেদিনীপুর স্টেশনে নেমে লোকাল ট্রেন ধরে কোলাঘাটের উদ্যেশে রওনা দেন। কোলাঘাটে তাঁকে রিসিভ করার জন্য সন্দীপের পরিচিত এক আত্মীয় অপেক্ষা করছিলেন। সেই আত্মীয়কে ফোন করে জানিয়েও দিয়েছিলেন কিছুক্ষণ পরেই তিনি ট্রেন থেকে কোলাঘাটে নেমে পড়বেন। কিন্তু বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়ে গেলেও সন্দীপ কোলাঘাটে নামেনি দেখে তাঁকে বারবার ফোন করেও ফোনে আর পাওয়া যায়নি। প্রায় ঘন্টা দুই পরে ওই ব্যক্তির কাছে রেল পুলিশ থেকে ফোন আসে, ফোনে জানানো হয়– সন্দীপকে দেউলটি স্টেশনের আশেপাশে রেল লাইনের ধারে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে খবর দেওয়া খবর পেয়ে বাড়ির লোক তড়িঘড়ি উলুবেড়িয়া হাসপাতালে গিয়ে দেখে সন্দীপের মাথায়, হাতে, পায়ে গুরুতর চোট রয়েছে। অবস্থার অবনতি দেখে ওই হাসপাতাল থেকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। কীভাবে সন্দীপ ট্রেন থেকে পড়ে গেল তা সঠিকভাবে জানা যায়নি। বাড়ির লোকের অভিযোগ, কেউ বা কারা সন্দীপের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করার জন্য ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছে। তবে এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!