এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার কঙ্কাবতীতে দেওয়াল চাপা পড়ে মৃত ১

Published on: July 11, 2020 । 1:47 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১১ জুলাই শনিবার চন্দ্রকোণা থানার কঙ্কাবতী গ্রামে এক  প্রৌঢ়ের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল। ওই প্রৌঢ়ের নাম নাম অশোক মিদ্যা(৫৯)। বাড়ি ওই থানারই আমড়াপাটে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা যায়, এদিন কঙ্কাবতী গ্রামে তপন রায় নামে এক ব্যক্তির নতুন বাড়ি তৈরির জন্য ভিত খোলার কাজ চলছিল। সেই কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন অশোকবাবু। সেই সময় পাশের একটি পুরানো দেওয়াল ভেঙে পড়লে অশোকবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিস মৃতদেহের ময়না তদন্ত করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad