এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

Published on: September 9, 2021 । 6:40 PM

দাসপুর থানার দাদপুরে বৃহস্পতিবার বিকেল প্রায় ৫ টা নাগাদ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল দাসপুর পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকদেব সাঁতরা(৫৫)। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015