ঘাটালে আবারও বন্যার জলে পড়ে মৃত্যু হল এক যুবকের, এনিয়ে দুজনের মৃত্যু একজন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: রবিবার ১৯ সেপ্টেম্বর সকালে ঘাটাল থানার চকসাদি গ্রামে এক যুবকের মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। ওই যুবকের নাম সৌমেন মুর্মু। ২২ বছর বয়স। চকসাদিতে বাড়ি। আজ সকালে ঘাটাল থানারই গোপার খালের জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিস আজ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে। পুলিসের প্রাথমিক অনুমান সৌমেনের বন্যার জলে ডুবেই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘাটাল শহরের গড়প্রতাপ নগরের বাসিন্দা এক পুরোহিত স্রোতে তলিয়ে গিয়ে মারা গিয়েছেন। ওই পুরোহিতের নাম দিলীপ হড়(৭০)। ঘাটাল শহরের গড়প্রতাপনগরে বাড়ি। ঘাটাল শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা ডুবে গিয়েছে।  তিনি ওই দিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে পুজো করে গলা সমান জল পেরিয়ে বাড়ি ফেরার সময় স্রোতে  ভেসে যান।  স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য দিতে ঘাটাল  থানার চৌকা গ্রামের ঝর্ণা বাইরি(৪২) এক মহিলা  বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকালে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।