ঘাটালের নদীতে স্নান করার সময় শিলাবতীতে তলিয়ে মৃত এক যুবক, উদ্ধারে নৌকার ব্যবস্থা করে না দেওয়ায় বিক্ষোভের মুখে পৌর প্রশাসক

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। প্রতিবেশী এক ঠাকুরমাকে দাহ করে নদীতে স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুরসভার চেয়ার পার্সন এবং মহকুমা শাসক গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গত রাতে বার্ধক্য জনিত কারণে মারা গিয়েছিলেন ঘাটাল কোন্নগরের বাসিন্দা এক বৃদ্ধা প্রতিমারানী দে। আজ তাঁকে দাহ করার জন্য শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডোঙা ঘাটের শ্মশানে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, দাহ করার জন্য অন্যানদের সঙ্গে কোন্নগরের বাসিন্দা জয়নারায়ণ দে নামে বছর চব্বিশের এক যুবকও গিয়েছিলেন। দাহ করার শেষে জয়নারায়ণ শ্মশান ঘাটের পাশে শিলাবতী নদীতে স্নান করতে যান। সেখানেই তিনি তলিয়ে যান।

অনেকেই তাঁকে তলিয়ে যেতে দেখেছেন। কিন্তু কোনও নৌকা না থাকার জন্য কেউই এগিয়ে যেতে পারেননি। নৌকা ও ডুবুরির জন্য প্রশাসনকে বলা হয়। কিন্তু তড়িঘড়ি কোনও নৌকা বা ডুবুরির ব্যবস্থা করে দিতে পারেনি প্রশাসন। পরিস্থিতি দেখতে ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাস ঘোষ এবং ঘাটালের এসডিও সুমন বিশ্বাস ঘটনাস্থলে যান। নৌকার ইস্যুতে তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও সিভিকদের প্রচেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর মৃত দেহ উদ্ধার করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।