লকডাউন:বিদ্যুৎবিল মকুবের দাবি তুলে ঘাটাল বিজেপির অবস্থান বিক্ষোভ

দীর্ঘ লকডাউন তার জেরে কর্মহীন রাজ্যের সাধারণ মানুষ। আয় নেই,তার উপর নাভিশ্বাস তিন মাসের বিদ্যুৎ বিল। সাধারণ মানুষের এবারের বিদ্যুৎ বিল মুকুব করার আবেদন জানিয়েও সাড়া মেলেনি রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে-এই অভিযোগে অবস্থান বিক্ষোভে যোগ দিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক যুব মোর্চার সভাপতি রাজু আড়ি।

দাসপুর নাড়াজোল এলাকার নিজের বাড়িতেই তিনি আজ শনিবার অবস্থান বিক্ষোভে সামিল হন। রাজু বাবু জানান,এই বিদ্যুতের বিল মুকুব সাথে কেন্দ্রের দেওয়া রেশন সামগ্রীর সঠিক বন্টন ব্যবস্থা না করলে এই বিক্ষোভ চলবে। এই বিক্ষোভ সারা রাজ্যজুড়েই চলছে।

রাজুবাবুর প্রশ্ন,এই লকডাউনে ক্লাবে ক্লাবে লক্ষ টাকা দেওয়া যাচ্ছে আর সাধারণের বিদ্যুৎ বিল মুকুব করা যাচ্ছে না? মানুষ এখন কর্মহীন আয় নেই রাজ্যের উচিত লকিডাউন চলা কালীন বিদ্যুৎ বিল মুকুব করে দেওয়া।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!