ঘাটালে ২টি জল নিকাশি গেট তৈরির দাবি, কৃষকদের নিয়ে ডেপুটেশন দিল তৃণমূল নেতৃত্ব

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের নিয়ে স্লুইশ গেট মেরামতের দাবিতে ঘাটালের সেচ দপ্তরে গণ ডেপুটেশন দিল ঘাটালের মনোহরপুর-১ এবং মনোহরপুর-২ গ্ৰাম পঞ্চায়েত তৃণমূল-কংগ্রেস। আজ ২৯ অক্টোবর ঘাটালে সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিতকুমার দাসের কাছে এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের পূর্ণ নেতৃত্ব দেন মনোহরপুর-১ ও মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতৃত্ব গণেশ মান্না, জয়দেব দোলই এবং মনোহরপুর-১ অঞ্চল সভাপতি সঞ্জয় কাঁঠাল। তাঁদের দাবি, অবিলম্বে হরিশপুর ও শ্যামসুন্দরপুর এই দুটি জায়গায় থাকা অকেজো স্লুইশ গেট মেরামত বা নতুন করে তৈরি করতে হবে সেচ দপ্তরকে। এলাকার মানুষের দীর্ঘদিন এই দাবি থাকলেও তা বাস্তবায়িত করেনি সেচ দপ্তর। ফলে বছরের পর বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার সমস্ত কৃষকদের। বন্যার সময় নানান সমস্যার সম্মুখিন হতে হয় এলাকার মানুষদের। গেট মেরামত নিয়ে সেচ দপ্তরের এই বিলম্বনায় চাপা ক্ষোভ রয়েছে এলাকায়। ঘাটাল সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিতকুমার দাস জানিয়েছেন, দুটি জায়গাতেই গেট তৈরি নিয়ে অফিসিয়াল প্রসেসিং চলছে। এই নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে যাবতীয় ডকুমেন্ট পাঠানো হয়েছে। এখানে নতুন করে গেট তৈরির পরিকল্পনা চলছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015