বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানান দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি

সঙ্গীতা ঘোড়ই:ঘাটাল মহকুমায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ণ সংগ্রাম কমিটি এসডিও’কে স্মারকলিপি দিল।
গত কয়েকদিনে নিম্নচাপজনিত কারণে অতিবৃষ্টিতে এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বাঁধ ভেঙে ইতিমধ্যে বেশ কিছু জায়গা প্লাবিত। শিলাবতী নদীবাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ঘাটাল ব্লকের ১০ টি গ্রামপঞ্চায়েত, ঘাটাল পৌরসভার ১০-১২ টি ওয়ার্ড, দাসপুর-১ ব্লকের দু’তিনটি গ্রাম পঞ্চায়েত ও দাসপুর-২ ব্লকের দু’তিনটি গ্রাম পঞ্চায়েত বন্যার জলের চাপে বিপর্যস্ত। ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ভেসে আসা কচুরিপানার চাপে পলাশপাই কন্যাশ্রী সেতুসহ প্রায় ৮-১০ টি সেতু জলের স্রোতে ভেসে গিয়েছে। দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন। পলাশপাই খালের উপর মহিষঘাটায় পাকা ব্রিজে ওঠার রাস্তা ধ্বসে গিয়ে বিশাল ফাটল দেখা দিয়েছে।
তাই এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে শিলাবতী নদীর বাঁধের খারাপ অংশগুলো ও অকেজো স্লুইসগেটগুলি চিহ্নিত করে শীঘ্র মেরামত করার দাবি, বিধ্বস্ত কাঁচাবাড়ির বাসিন্দাদের পর্যাপ্ত পরিমাণ ত্রিপল ও বিকল্প বাসস্থান তৈরির অন্যান্য সামগ্রীর দাবি, পানীয় জল সরবরাহের দাবি, বাঁশ-কাঠের সেতুর জায়গায় পাকা ব্রিজ নির্মাণের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অবিলম্বে শুরু করার দাবি সহ আরও ইত্যাদি দাবি নিয়ে এসডিও’র কাছে  স্মারকলিপি জমা দিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। স্মারকলিপি জমা দেওয়ার আগে ওই কমিটির পক্ষ থেকে শহরে একটি মিছিলের আয়োজনও করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।