চন্দ্রকোণায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস

বিকাশ আদক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশনের  সহযোগিতায় এবং প্রাথমিক বিদ্যালয়ের চন্দ্রকোণা-২ চক্রের   উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হল। চন্দ্রকোণা ইসলামিয়া হাই মাদ্রাসায়  চন্দ্রকোনা-২ ব্লকের  সমস্ত বিদ্যালয়ের ১ থেকে ১৮ বছর বয়সের  ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ দিনটি পালিত হল। আজ সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ, চন্দ্রকোণা-২ চক্রের এআই শ্রীকান্ত দোলুই, এস আই  দীপাঞ্জন মন্ডল, এস ই ও  রূপম মন্ডল সহ সিডব্লুএসএন’এর  স্পেশাল এডুকেটর অনুপ মন্ডল ও উমাশঙ্কর পান্ডে, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চন্দ্রকোণা-২ চক্রের সভাপতি দেবাশীষ দে প্রভৃতি আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানের প্রথমেই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা বলেন,
আজকের যুগে এইসব ছাত্রছাত্রীরা সমাজে, বিদ্যালয়ে, এমনকি বিশ্ব দরবারে আর শারীরিকভাবে অক্ষম নন, বিশেষ চাহিদা সম্পন্ন এরা। এদের বিশেষ দক্ষতা দিয়ে নজরকাড়ার মত কত ইতিহাস তৈরি করে চলেছে সময়ে সময়ে। এই বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে এবছরই টোকিও অলিম্পিক হয়েছে।  যেখানে ভারত  একটি সোনাও পেয়েছে।   প্যারাওলিম্পিকে এই বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীরা পাঁচটি সোনা জিতে উপহার দেন দেশকে। সুতরাং বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় যেমন এরা পারদর্শী, তেমনি বিভিন্ন কর্মে এদের নিপুণ দক্ষতার পরিচয় লক্ষ্যনীয়। বক্তারা বলেন,  আমাদের দেশে যদিও এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয়গুলিতে পরিকাঠামো তেমনভাবে গড়ে ওঠেনি আজও, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ স্কুলের মাধ্যমে যদি এদের গড়ে তোলা হয় তাহলে এদের সুষম বিকাশ হয়। কিন্তু এইসবের অভাবে কত ছাত্রছাত্রী তাদের পথ হারিয়ে ফেলে। বর্তমান সরকার যদিও মানবিক দৃষ্টি দিয়ে এদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এনে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন। এই চক্রের স্কুল পরিদর্শক বললেন, এরা সব পারে, কখনোই এদের অন্যদের থেকে খাটো করে ভাববেন না, এদের সহযোগিতা করুন ও ভালোবাসুন বেশি করে, দেখবেন এরা একদিন কিছু না কিছু করবেই। ব্লকের বি.ডি.ও. এদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা, বিভিন্ন মাধ্যমের দিক সবিস্তারে অভিভাবকদের বলেন।
আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে   আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন, ম্যাচিং, বল-ছোড়ায় অংশগ্রহণ  প্রতিযোগিতার  আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ছাড়াও সমস্ত প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।