বিভিন্ন দাবিতে ঘাটাল-রানীচক রুটে ডিওয়াইএফআই-এর পথ অবরোধ

রবীন্দ্র কর্মকার: ভগ্নপ্রায় কুরানিঘাটের পুল সারাই এবং ঘাটাল-রানীচক রুটে মাত্রাতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে রাস্তা অবরোধ করল ডিওয়াইএফআই এর সোনাখালি লোকাল কমিটি। আজ ২০ আগস্ট কুরানিঘাটের ওই ভাঙা পুলের উপর অবরোধকে কেন্দ্র করে পথচারী ও যানবাহন আটকা পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে দাসপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তুললে যান চলাচল স্বাভাবিক হয়। ডিওয়াইএফআইয়ের সোনাখালি লোকাল কমিটির সভাপতি তন্ময় দোলই বলেন, ঘাটাল-রানীচক রুটের ব্যস্ততম রাস্তার উপর কুরানিঘাটের এই পুলটি দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। প্রশাসনের অবহেলায় দেখভালের অভাবে এমনিতেই পুলের দুপাশে রেলিংগুলি একেবারেই ভেঙে গিয়েছে। এরফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। যে কোনও মুহূর্তে এই পুলটি ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তাই এব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে এই পথ অবরোধে সামিল হয়েছি। তন্ময়বাবু বলেন, প্রশাসন শীঘ্র এই পুলটি সরানোর ব্যবস্থা না করলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

 

এদিন অবরোধে একই সঙ্গে ঘাটাল থেকে রানীচক পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রাস্তার ভাড়া চল্লিশ টাকার পরিবর্তে পঁচিশ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য কনসেশনের দাবি তোলা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!