ঘাটালের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নদীগুলির জলও কমতে শুরু করেছে। আজ ৫ অক্টোবর সকালে আমাদের ক্যামেরায় ঘাটালের বন্যা পরিস্থিতির পাশাপাশি মানুষজনের সমস্যার কথা তুলে ধরা হয়। বন্যা প্লাবিত এলাকার মানুষেরা তাঁদের নানান সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। এখন তাঁদের যাতায়াতের একমাত্র অবলম্বন ডিঙি ও নৌকা। তাছাড়াও পানীয় জল,খাদ্য ও বিদ্যুতের সমস্যা তো রয়েইছে। এককথায় বললে চরম দুর্ভোগেই দিন কাটাচ্ছে বন্যা প্লাবিত এলাকার মানুষজনদের।

রাস্তাগুলি থেকে জল অনেকটাই নেমেছে। তবে কোনও কোনও রাস্তায় এখনও হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। বাস চলাচলও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। সামনেই পুজো। ঘাটালে পুজোর আগেই বড়সড় বন্যা হওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন ঘাটালের ব্যবসায়ীরাও। বেচা-কেনা ঠিক কতটা হবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন তারা। এই নিয়ে চতুর্থবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হল মহকুমাবাসী। মানুষের রুজি-রোজগার অনেকটাই কমেছে। প্রতিবার নেতারা আসেন আর ভুরি ভুরি আশ্বাস দিয়ে চলে যান। ঘাটালের বাসিন্দাদের কী এইভাবেই কাটাতে হবে প্রতিবছর? এমনটাই প্রশ্ন বহু মানুষের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015