ছাত্রছাত্রীদের নিখরচায় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারী পরীক্ষার কোচিং

সংহিতা শিরোমণি: ঘাটাল মহকুমার মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে বৃত্তিমূলক প্রবেশিকা পরীক্ষার কোচিং দেবেন ব্যাঙ্গালোরে থাকা বাঙালি দম্পতি উজ্জ্বল কোনার ও করবী কোনার। উজ্বলবাবুদের বাড়ি ঘাটাল ব্লকের দলপতিপুরে। বর্তমানে উজ্জ্বলবাবু সেখানেই একটি সফ্টওয়্যার কোম্পানির সি.ই.ও। করবীদেবী ব্যাঙ্গালোরেই একটি স্টাডি সেন্টার চালান। যেহেতু ঘাটাল মহকুমায় তাঁদের জন্ম তাই তাঁরা এই মহকুমার দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে আইআইটি, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মতো পরীক্ষাগুলির অনলাইন কোচিং দিতে চান। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 70199 42321 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। সমস্ত বিষয়টি আমরা উজ্জ্বলবাবুর মুখ থেকেই শুনে নেব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।