পুজোর আগেই ঘাটাল কলেজে নতুন অধ্যক্ষ যোগদান করছেন

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুজোর আগেই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ যোগদান করছেন। সোমবার ৪ অক্টোবর ঘাটাল কলেজের গভর্নিংবডির নতুন সভাপতি তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব) ঘাটালে বন্যা পরিদর্শন করার পরই কলেজে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি নতুন অধ্যক্ষকে যোগদান করার জন্য চিঠিও ইস্যু করে দিয়েছেন। গভর্নিং বডির সদস্য তথা ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ বলেন, নতুন অধ্যক্ষকে আগামী ১১ অক্টোবরের মধ্যে যোগদান করার জন্য ইমেলে চিঠিও ইস্যু করে দেওয়া হয়েছে।
নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করছেন গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস। তাঁর পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা।  মন্টুবাবুর গত ৬ জুলাই যোগদান করার কথা ছিল। কিন্তু ঘাটাল কলেজের গভর্নিং বডির সভাপতি না থাকার ফলে তিনি এতোদিন যোগদান করতে পারেননি।
ওই কলেজের সভাপতি ছিলেন ঘাটালের তৎকালীন বিধায়ক শঙ্কর দোলই। কিন্তু বিধানসভা নির্বাচনের  সময় তাঁকে নিয়ম মতো সমস্ত পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। বিধানসভা নির্বাচনে শঙ্করবাবু পরাজিত হয়ে যাওয়ার জন্য তাঁকে আর সভাপতি করা হয়নি বলে জানা গিয়েছে। নতুন করে সভাপতি করা হয় দেবকে।
২৪ আগস্ট  সন্ধ্যায় দেবকে সভাপতি করে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে দেয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, বডির জন্য দেব ছাড়াও আরও দু’জনের নাম আসে। তাঁরা হলেন ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক  গৌরীশঙ্কর বাগ এবং ঘাটাল ব্লকের প্রতাপপুর হাইস্কুলের শিক্ষক সুশান্ত মণ্ডল।
প্রসঙ্গত, ঘাটাল কলেজে ২০১৩ সাল থেকে দীর্ঘ দিন স্থায়ী অধ্যক্ষ নেই। গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টুকুমার দাসের ৬ জুলাই ঘাটাল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করার কথা ছিল।  কিন্তু   কলেজের গভর্নিং বডির সভাপতির পদ শূন্য থাকায় গত ৬ জুলাই থেকে স্থায়ী অধ্যক্ষের পদে যোগদান করানো সম্ভব  হয়নি। এবার আশা করা হচ্ছে আগামী সাত দিন তথা পুজোর আগেই মন্টুবাবুকে অধ্যক্ষ হিসেবে যোগদান করানো সম্ভব হবে।
ওই দিন দেব ঘাটালে বন্যা পরিদর্শন করার পরই কলেজে যান। সেখানেই সই-সাবুদ করেন। ওই দিন কলেজে দেব ও লক্ষ্মীবাবু ছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির নতুন দুই সদস্য গৌরীশঙ্কর বাগ, সুশান্ত মণ্ডল, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভপতি আশিস হুদাইত প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015