ঘাটাল হাসপাতালের বেহাল দশা,ক্ষোভে বাড়ছে রোগী ও তাঁর পরিবার-পরিজনদের

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল হাসপাতালের বেহাল নিকাশি ব্যবস্থা, রাস্তা ও শৌচালয় গুলিতেও জমে রয়েছে জল, চরম ভোগান্তিতে রোগী সহ রোগীর আত্মীয়রা পরিজনরা, নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ঘাটাল মহকুমা হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতাল।সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক জায়গায় জমে রয়েছে জল। সুপার স্পেশালিটি হাসপাতালে শৌচালয় গুলি ব্যবহারের অযোগ্য। রোগীর পরিজনদের অভিযোগ শৌচালয় জমে রয়েছে জল, আবর্জনায় ভরে উঠেছে শৌচাগার, সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসাধীন রোগী সহ রোগীর পরিজনদের। যেখানে রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। যেখানে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইক প্রচার চালানো হচ্ছে বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়ার সচেতনতা দেখানো হচ্ছে সেখানে ক্ষোদ হাসপালের অন্দরের অবস্থাটাই কিনা এই রকম? তাহলে কি লোক দেখানো প্রচার আর সচেতনতা ? তাহলে স্বাস্থ্য পরিকাঠামোর অবনতি হয়েছে ঘাটালে? প্রশ্ন তুলছেন রোগী ও রোগীর পরিজনরা। এই বিষয়ে ঘাটাল হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য মেলেনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।