স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে মাটি কাটা বন্ধ করতে বাধ্য হল ঠিকাদারি সংস্থা

আকাশ দোলই,স্থানীয় সংবাদ, ঘাটাল: জেসিবি মেশিন দিয়ে নদীর চরের মাটি কেটে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। মাটি কাটার বিরুদ্ধে স্থানীয় মানুষ রুখে দাঁড়াতেই পিছু হটলো ঠিকাদার সংস্থা। আপাতত মাটি কাটা বন্ধ করতে বাধ্য হল ঠিকাদার সংস্থা। ঘটনা ঘাটালের কুশপাতা এলাকায়।এলাকার মানুষজনদের অভিযোগ শিলাবতী নদীর তীর বরাবর বহু পরিবার বসবাস করেন। কিন্তু দিন কয়েক ধরে জেসিবি মেশিন দিয়ে শিলাবতী পাড় লাগোয়া চড় থেকে মাটি কেটে অন্যত্রে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু গ্রামের মানুষজন কিছুই জানেনা এই মাটি কেটে কারা কোথায় নিয়ে যাচ্ছে। ঠিকাদার সংস্থার কর্মিদের জিজ্ঞাসা করলে একপ্রকার হুমকির সুর তাদের গলায়।… ঠিকাদার সংস্থার এক কর্মীর সাফাই সেচ দপ্তরের অনুমতি নিয়ে ঘাটাল পুরসভাকে জানিয়েই মাটি কাটা চলছে। কিন্তু স্থানীয় মানুষদের অন্ধকারে রেখে শাসকের চেয়ারে বসে ইচ্ছে খুশি মাটি পাচার রুখতে এককাট্টা সকলেই। মাটি কাটার কাজ বন্ধ রাখার কথা বলতেই ঠিকাদার সংস্থা জানায় কেউ কিছু করতে পারবে না আর তাতেই ক্ষোভ চরমে ওঠে স্থানীয়দের। পুরপ্রশাসকের উপরেও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ এইভাবে প্রতিনিয়ত মাটি কেটে অন্যত্র সরিয়ে দেওয়ার ফলে শিলাবতী নদীর তীরবর্তী যে পাড় তা দুর্বল হচ্ছে, নদীর জল বাড়লে পাড় ধসে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখানকার মাটি তারা অন্যত্র নিয়ে যেতে দেবেন না। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি সেচ দপ্তরের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।