ঘাটালের লক্ষণপুরে যাত্রী বোঝাই সরকারি খেয়া পারাপারের নৌকা হুড়মুড়িয়ে ডুবে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ,ঘাটাল: ঘাটালের লক্ষণপুর বকুলতলায় যাত্রী বোঝাই সরকারি খেয়া পারাপারের নৌকা হুড়মুড়িয়ে ডুবে গেল। অতিরিক্ত যাত্রী বোঝাই করার ফলেই এই দুর্ঘটনা। তবে হতাহত কেউ হয়নি। এখানকার প্রায় হাফ কিমি রাস্তা জলের তলায়। তার মাঝে একটি লম্বা খাল রয়েছে, খাল ছাড়াও নৌকা চলাচলের পথে জলের গভীরতা প্রায় এক মানুষ। ঘাটালের সাথে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে গ্রাম পঞ্চায়েতের তরফে একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। যদিও একটি মাত্র নৌকা এখানে যথেষ্ট নয় বলে দাবি যাত্রীদের। যাত্রীদের আরও অভিযোগ সরকারি খেয়া হলেও সরকারি খেয়ার বোর্ড খুলে দিয়ে খালি মানুষ ও সাইকেল আরোহীদের কাছে থেকে দশ বা কুড়ি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক জানিয়েছেন, খালি মানুষ ও সাইকেল আরোহীরা বিনা মূল্যে পারাপার হতে পারবে তবে কেবল বাইক আরোহীদের কাছ থেকে টাকা নিতে পারবে নৌকা মালিক। তিনি বলেন বন্যার সময় অসহায় মানুষদের থেকে টাকা নেওয়া কোনও ভাবেই মানা যায় না।

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!