পুলিশের মাস্ক অভিযানের বিরুদ্ধে অভিযোগ তুলে, দাসপুরের টালিভাটায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:পুলিশের মাস্ক অভিযানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার টালিভাটায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ শনিবার সন্ধ্যেতে দাসপুর পুলিশ মাস্ক না পরার অভিযোগে দাসপুরের টালিভাটা থেকে আটক করে এক এলাকাবাসীকে। তারপরেই এলাকাবাসী ঘাটাল পাঁশকুড়া সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।তাদের অভিযোগ থানার নাকের ডোগায় দাসপুর বাজার,সেখানে মাস্ক অভিযান হয়না। বেছে বেছে টালিভাটা,গৌরা,রাজনগর বাজার থেকে এলাকাবাসীদের আটক করে ফাইন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে খাবার দোকান থেকে বেরিয়ে আসার সাথে সাথেই আটক করা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। মাস্ক অভিযানের নামে এলাকাবাসীর ওপর পুলিশ নিজে না মাস্ক পরে উপদ্রব করছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে মাস্ক অভিযান করুক পুলিশ। পরে দাসপুর পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। দাসপুর পুলিশের তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে নয়া করোনা ভাইরাসের প্রকোপ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একমাত্র ভরসা এই মাস্ক। সরকারের নির্দেশ মেনেই তাঁদের অভিযান চলছে। এনিয়ে কাউকে মারধর করা হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।