সবলা মেলায় তাঁতকলে তাঁতের কাপড় তৈরি দেখতে ঘাটালবাসীর ভিড়

শিশুমেলার পরই ঘাটাল কলেজ মাঠে জোর কদমে চলছে সবলা মেলা। মেলায় বেস কয়েকটি স্টলে রয়েছে মহিলাদের হাতে তৈরি শাড়ি,চুবড়ি,সাজগোজের নানান জিনিস। তবে সবচাইতে ভিড় কিন্তু একটি তাঁতের স্টলে। মেলার মাঠের প্রায় মাঝামাঝি মূল মঞ্চের ঠিক সম্মুখভাগেই রয়েছে এই তাঁতের স্টল। সেখানে বসানো রয়েছে তাঁতকল। তৈরি হচ্ছে বাংলার গামছা,শাড়ি। আর চিরায়ত সেই বাংলার মোটা কাপড় কিনতে এবং তাঁতে কাপড় তৈরি দেখতে ঘাটালবাসীর ভিড় জমল সেই স্টলেই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!