ঘাটাল: সুলতানপুর গ্রামপঞ্চায়েতের বুথ ভিত্তিক ফলাফল

মনসারাম কর: ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েত এলাকার বুথ ভিত্তিক ফলাফল। ১-রঞ্জপুর প্রাথমিক বিদ্যালয়:• সিপিএম-৬৯, • বিজেপি-৪১২, •তৃণমূল-৪০৩, •এসইউসিআই-৮, নির্দল-৫, •নোটা-৫। ২-সুলতানপুর পূর্বপাড়া সি.এস. প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-২৫, • বিজেপি-৪০৬, •তৃণমূল-৩১৫, •এসইউসিআই-৭, নির্দল-৫, •নোটা-৬। ৩-সুলতানপুর উচ্চ বিদ্যালয়: • সিপিএম-২৬, • বিজেপি-৩৭৭, •তৃণমূল-২০৮, •এসইউসিআই-৫, নির্দল-৩, •নোটা-৪। ৪-সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় রুম ১: • সিপিএম-২১, • বিজেপি-৩৩৯, •তৃণমূল-২১৮, •এসইউসিআই-৬, নির্দল-১, •নোটা-৫। ৫-সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় রুম ২: • সিপিএম-৪৪, • বিজেপি-৪৯৬, •তৃণমূল-২৪৫, •এসইউসিআই-২, নির্দল-৩, •নোটা-২। ৬-দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-৪০, • বিজেপি-৪১৩, •তৃণমূল-৩১৩, •এসইউসিআই-৭, নির্দল-৭, •নোটা-৫। ৭-বালিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়: •সিপিএম-২৫, • বিজেপি-৫৫৫, •তৃণমূল-১৮২, •এসইউসিআই-৫, নির্দল-১৩, •নোটা-৪। ৮-বালিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় নতুন : •সিপিএম-১৫, • বিজেপি-৪৬৩, •তৃণমূল-২০২, •এসইউসিআই-৪, নির্দল-৮, •নোটা-৭। ৯-কোমরা বালিকা উচ্চ বিদ্যালয় : •সিপিএম-২২, • বিজেপি-২৮৪, •তৃণমূল-১১০, •এসইউসিআই-৪, নির্দল-৩, •নোটা-১। ১০-কোমরা প্রাথমিক বিদ্যালয় : •সিপিএম-২৫, • বিজেপি-৩১৮, •তৃণমূল-৩৬৪, •এসইউসিআই-৩, নির্দল-২, •নোটা-৫। ১১-শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয় রুম ১: • সিপিএম-২০, • বিজেপি-৪৫৭, •তৃণমূল-২৫৮, •এসইউসিআই-৫, নির্দল-৫, •নোটা-৪। ১২-শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয় রুম ২: • সিপিএম-১৬, • বিজেপি-২৬১, •তৃণমূল-৩২৯, •এসইউসিআই-৬, নির্দল-২, •নোটা-৭। ১৩-সওয়াই প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-৩২, • বিজেপি-৩৩৮, •তৃণমূল-২১১, •এসইউসিআই-২, নির্দল-৪, •নোটা-৪। ১৪-সওয়াই শান্তিনাথ উচ্চ বিদ্যালয় : সিপিএম-২৩, • বিজেপি-২৯৩, •তৃণমূল-১৯১, •এসইউসিআই-১, নির্দল-৬, •নোটা-২। ১৫-লক্ষনপুর প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-১৯, • বিজেপি-৪৪১, •তৃণমূল-২০৮, •এসইউসিআই-৫, নির্দল-২, •নোটা-৩। ১৬-লক্ষনপুর প্রাইমারী স্কুল : সিপিএম-১৬, • বিজেপি-৩২৪, •তৃণমূল-১৫৩, •এসইউসিআই-২, নির্দল-২, •নোটা-৩।  ১৭-নারানচক প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-৩৪, • বিজেপি-২১৫, •তৃণমূল-২৩৬, •এসইউসিআই-৬, নির্দল-১, •নোটা-৫। ১৮-কুরান উচ্চ বিদ্যালয় : সিপিএম-২৪, • বিজেপি-৩৫২, •তৃণমূল-৪৭১, •এসইউসিআই-৮, নির্দল-১, •নোটা-৩। ১৯-এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-১৪, • বিজেপি-৪০৬, •তৃণমূল-৩৫৯, •এসইউসিআই-১২, নির্দল-১, •নোটা-২। ২০-কামদেবপুর প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-১৪, • বিজেপি-১৯১, •তৃণমূল-২৯২, •এসইউসিআই-৩, নির্দল-১, •নোটা-২। ২১-কুরান প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-৭, • বিজেপি-২৫১, •তৃণমূল-২৪২, •এসইউসিআই-২, নির্দল-১, •নোটা-১। ২২-গোবিন্দপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় : সিপিএম-১৫, • বিজেপি-২৫৮, •তৃণমূল-২৭৪, •এসইউসিআই-৯, নর্দল-২, •নোটা-২। ২৩-গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় : সিপিএম-১২, • বিজেপি-২৯৯, •তৃণমূল-২৭০, •এসইউসিআই-৪, নর্দল-৪, •নোটা-৭।👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।