দাসপুরে মাটির বারান্দাবাড়ি হুড়োমুড়িয়ে ভেঙে পড়লো পাশের বাড়িতে! ঘুমন্ত অবস্থায় তখন মা ও শিশু

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃষ্টি আর তার জেরেই দাসপুর থানার রাজনগরে মাটির বারান্দা বাড়ি ভেঙে প্রতিবেশীর বসতবাড়িতে পড়ে বড়সড় দুর্ঘটনা বাড়ির সবাই প্রাণে বাঁচলেও ক্ষতি আসবাবপত্র থেকে প্রতিবেশীর বাড়ির এক অংশের। ঘটনা দাসপুর থানার রাজনগরে। টানা বৃষ্টিতে মঙ্গলবার রাতেই গ্রামের শ্যামপদ দাস ও তাঁর ভাইদের মাটির যৌথ বারান্দাবাড়ি হুড়মিড়িয়ে ভেঙে পড়ে প্রতিবেশী বাপন মেট্যার বাড়িতে। বাড়ির কিছু অংশ ভেঙে দেওয়াল এসে ধাক্কা দেয় জানালায়। সেই জানালার ওপারে শোবার ঘরের মধ্যে তখন দুধের শিশু ও তার মা। আজ বুধবার সকালেও ভয়াবহ পরিস্থিতিতে ভেঙে রয়েছে সে বাড়ি।ভোররাতের দুর্ঘটনায় আতঙ্কিত বাপন মেট্যা জানাচ্ছেন…

 

অন্যদিকে ভেঙে পড়া বাড়ির মালিক পক্ষ জানাচ্ছেন বাড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীন ১০০ দিনের কাজের মাধ্যমে ভেঙে ফেলার কথা ছিল। সেই মত তাঁরা ইতিমধ্যেই বাড়ির সমস্ত জিনিসের পাশাপাশি বাড়ির চালও খুলে ফেলেন। বেশকিছু দিন এভাবেই খোলা অবস্থায় পড়ে থাকে ওই মাটির বাড়ি। কাজ শুরু হয়নি,তারপরই এদিন ভোরে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙেপড়ে এই দুর্ঘটনা।

রাজনগর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান শম্ভুনাথ বেরা জানান,গ্রাম পঞ্চায়েতের তরফে দাসেদের বাড়িটি ভেঙে ফেলার পর কৃষি জমি সংস্কারের মাধ্যমে কৃষিকাজের জন্য মাটি সরিয়ে দেবার কথা ছিল। বাড়ির চাল এবং উপরের দেওয়াল বাড়ির মালিক পক্ষকেই ভেঙে ফেলতে হয়। তারা দেওয়াল না ভাঙায় কাজ শুরু হয়নি। তবে প্রতিবেশীর ক্ষতিপূরনের চেষ্টা তাঁরা যৌথভাবে করবেন বলে জানালেন বাড়ির মালিক পক্ষ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!