নিজস্ব সংবাদদাতা: একদা করোনা সংক্রমিত রোগীদের ঘাটাল হাসপাতালে কাজের সুযোগ। ঘাটাল হাসপাতালে করোনা রোগীদের জন্য ৪০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড হবে। ওই ওয়ার্ডে কাজ করার জন্য বেশ কয়েক জন যুবক-যুবতী প্রয়োজন। তাঁদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা হল: (১) এক সময় করোনা সংক্রমিত ছিলেন কিন্তু এখন তাঁদের সুস্থ থাকতে হবে। (২) হার্ট এবং সুগারের রোগী হওয়া চলবে না। (৩) ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। (৪) ঘাটাল মহকুমার বাসিন্দা হতে হবে। •ওই ওয়ার্ডেই ডিউটি থাকবে। মাসিক পারিশ্রমিক ১০ হাজার টাকা। সাদা কাগজে নিজের নাম, পরিচয়পত্র, করোনা সংক্রমণের নথি সহ আগামী ৩০ জুলাইয়ের (২০২০) মধ্যে যোগাযোগ করতে হবে:— To The SDO, Ghatal Subdivision, Ghatal, Paschim Medinipur-721212, WB. Ph: 03225255145
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...