দাসপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ ব্লকের গোকুলনগর গ্ৰামে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। ওই গ্রামের বাসিন্দা স্নেহানসু গঙ্গোপাধ্যায় আজ ১৮ সেপ্টেম্বর রাস্তার পাশ থেকে কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপটির ওজন প্রায় ৩ কেজি। কচ্ছপটি পাওয়ার পরই স্নেহানসুবাবু বনদপ্তরে খবর দেন। আজ বিকেলেই বনদপ্তরের লোক এসে বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধরনের কচ্ছপ হঠাৎ দেখা যায় না। তাই কচ্ছপটিকে তারা সংরক্ষণ করার ব্যবস্থা করবে।
অন্যদিকে স্নেহানসুবাবু বলেন, প্রথমবার এই ধরনের কচ্ছপ দেখলাম। দেখে মনে হল বিরল প্রজাতির কচ্ছপ এটি। তাই আমি সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দিয়েছিলাম। তারা এসে কচ্ছপটি নিয়ে যায়। এখনও অনেকেই কচ্ছপ দেখলেই তা মেরে ফেলে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করেন। কিন্তু এই ধরনের বিরল প্রাণী আমাদের সংরক্ষণ করা দরকার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015