দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে ঘাটালে ধর্না দিল বিভিন্ন সংগঠন

রবীন্দ্র কর্মকার:দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে ঘাটালে ধর্না প্রদর্শন করা হল। আজ ১২ ডিসেম্বর ঘাটালের কলেজমোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ধর্না মঞ্চ বানিয়ে ধর্না দেন বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ। ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি তোলা হয়। এই ধর্নায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের রাজ‍্য কমিটির সদস্য উৎপল প্রধান, এস ইউ সি আইয়ের লোকার কমিটির সম্পাদক অঞ্জন জানা, দেবাশিস মাইতি, রাণীচক দেশপ্রাণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকা বিদূষী বারুই মান্না প্রমুখ। তারা বলেন, আজকের এই ধর্না মঞ্চে সারাবাংলা আলুচাষি সমন্বয় কমিটি, অল বেঙ্গল ইলেকট্রিক কনজ্যুমার এসোসিয়েশন, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি, প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি প্রভৃতি সংগঠনগুলির পক্ষ থেকেও সংহতি জানানো হয়। ধর্নার শেষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করে কালা কানুনের প্রতিবাদ করা হয়। •ভিডিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!