কুঁয়াপুর হাইস্কুল ঘাটাল থানায় নয়: টেট পরীক্ষার্থীদের অ্যাডমিটে ভুল ছাপা হয়েছে

তৃপ্তি পাল কর্মকার:ঘাটাল থানায় কুঁয়াপুর হাইস্কুল বলে কোনও স্কুল নেই। অথচ অনেক টেট পরীক্ষার্থীদের অ্যাডমিটে লেখা রয়েছে ‘কুঁয়াপুর হাইস্কুল, ঘাটাল থানা’।  যদি কোনও পরীক্ষার্থীর সেন্টার কুঁয়াপুর হাইস্কুলে পড়ে থাকে তাহলে তিনি সরাসরি চন্দ্রকোণা থানার কুঁয়াপুর হাইস্কুলে চলে যাবেন। ঘাটাল থানায় কুঁয়াপুর স্কুল খুঁজে লাভ হবে না। আজ ২৭ জানুয়ারি টেট পরীক্ষা নিয়ে ঘাটালের প্রশাসনিক স্তরে একটি মিটিং হয়। ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রিদিব রায় জানিয়েছেন, ‘KUAPUR HIGH  SCHOOL,   P.S GHATAL’ এটা ভুল করে অ্যাডমিট কার্ডে ছাপা হয়ে গিয়েছে। ওটা হবে  ‘KUAPUR  HIGH  SCHOOL, P.S CHANDRAKONA’ .  যে সমস্ত পরীক্ষার্থীদের KUAPUR   HIGH  SCHOOL-এ সিট পড়েছে তাঁদের সরাসরি চন্দ্রকোণা থানা কুঁয়াপুর হাইস্কুলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। [Lat:22.69329, Lon: 87.51118] •গুগল ম্যাপ👆🏽
আগামী ৩১ জানুয়ারি ২০২১তারিখের টেট পরীক্ষার জন্য  ঘাটাল মহকুমায় মোট ৯টি সেন্টার হয়েছে। সেই সেন্টারগুলি হল: •ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল(ঘাটাল থানা) •ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়(ঘাটাল থানা) •ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুল(ঘাটাল থানা) •রথিপুর বরদা বাণীপীঠ হাইস্কুল(ঘাটাল থানা) •ক্ষীরপাই হাইস্কুল(চন্দ্রকোণা থানা) •ক্ষীরপাই এসকে বর্মন মেমোরিয়ালা বালিকা বিদ্যালয়(চন্দ্রকোণা থানা) •চন্দ্রকোণা জিরাট হাইস্কুল(চন্দ্রকোণা থানা) •চন্দ্রকোণা কল্যাণশ্রী বালিকা বিদ্যালয়(চন্দ্রকোণা থানা) এবং • কুয়াপুর হাইস্কুল(চন্দ্রকোণা থানা)। ত্রিদিববাবু জানিয়েছেন, প্রত্যেকটি স্কুলে ৪০০(চারশ’) জন করে পরীক্ষার্থীর আসন রয়েছে। শুধুমাত্র ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে ৫০০ জন পরীক্ষার্থী রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে সেন্টারে প্রবেশ করতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!