লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের আবেদনের ঢল নামতে পারে ঘাটাল মহকুমায়, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন শুরু ১৬ আগষ্ট, রইল বিস্তারিত তথ্য

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাতখরচ দেওয়া হবে মহিলাদের, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি তালিকাভুক্ত মাহিলারা পাবেন ১০০০ টাকা এবং অন্যান্যরা পাবেন ৫০০ টাকা, ভোটের আগে এমনটাই ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষনা মোতাবেক আবেদন গ্রাহনের প্রস্তুতি শুরু করেছে প্রশাসনিক মহল। জানাগেছে, এবার দ্বিতীয় বারের জন্য রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে ১৬ আগষ্ট থেকে। ঘাটাল মহকুমার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পুরসভাগুলিতেও হবে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন গ্রহন শুরু হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। ইতিমধ্যে ঘাটাল মহকুমার কোন গ্রাম পঞ্চায়েতের কোন জায়গায় কোন তারিখে দুয়ারে সরকার ক্যাম্প হবে তার তালিকা তৈরি করে ফেলেছে ব্লক ও পুরসভা কতৃপক্ষ। মাইকিং ও প্রচারপত্রের মাধ্যেমে নির্ধারিত তারিখ ও জায়গা সকলকে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। গতবারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মত এবারের দুয়ারে সরকার ক্যাম্পে  লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে মহিলাদের ঢল নামতে পারে ঘাটাল মহকুমায়। কিন্তু কারা আবেদনের যোগ্য বা আবেদন করতে কী কী কাগজপত্র  লাগবে তা নিয়ে সবত্রই চলছে জোর চর্চা।
নির্দেশিকা অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে হাতে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্রের জেরক্স (যদি থাকে), স্বাস্থ্যসাথী কর্ডের জেরক্স, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার। প্রসঙ্গত, যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও আবেদন করতে পারবেন বলে জানা গেছে, তবে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন একই সাথে গ্রহন করা হবে, স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার পর তারা এই প্রকল্পের আওতায় আসবেন। অনলাইনে আবেদন করা করার কোনও সুযোগ এই প্রকল্পে থাকছে না।
যে সমস্ত মহিলা সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরি করেন অথবা যাদের অন্য কোনও সরকারি প্রকল্পের মাধ্যমে পেনশন প্রাপকের তালিকায় নাম রয়েছে সেই সকল মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
(কোন তারিখে কোন গ্রাম পঞ্চায়েতর কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে তা এই খবরের মধ্যেই পরে আপডেট করে দেওয়ার চেষ্টা করবো আমরা)

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।