কোয়ারেনটাইনে থেকে বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা গৌরায়

ভিন রাজ্যের কর্মস্থল থেকে গ্রামে ফিরলেও নিজের বাড়ি ফেরা হয়নি! গ্রামের বিদ্যালয়ই এখন ওঁদের বাড়ি। দিনের পর দিন কাটছে এখানেই সরকারি কোয়ারেনটাইনে। এই স্কুলই এখন ওঁদের ১৪ দিনের বসতবাড়ি ।

সেই বাড়ির প্রতি দায়বদ্ধতায় আজ সোমবার দাসপুর থানার গৌরা বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নানার গাছের চারা পুঁতে সাথে বিদ্যালয় চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এই বিদ্যালয়ে কোয়ারেনটাইনে থাকা ভিন রাজ্য ফেরত গ্রামবাসীরা। বিদ্যালয়ে কোয়ারেনটাইনে থাকা তপন মণ্ডল জানান তাঁরা মোট ৬ জন এই বিদ্যালয়ে আছেন।

কোয়ারেনটাইনে থাকার সাথে বিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। অন্যান্যদের মধ্যে তারক সিং মানস ভৌমিকরা জানান,আজ তাঁরা সবাই মিলে বিদ্যালয় চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নানান গাছ লাগিয়েছেন।

তাঁরা চান বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাজানো গোছানো রাখতে। তাঁদের মতে এই দুর্দিনে এই বিদ্যালয়ই তাঁদের ঠাঁই দিয়েছে। তাই বিদ্যালয়ের প্রতি একটা দায়বদ্ধতা তো থাকবেই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!