ঘাটাল মহকুমায় দুর্গা পুজোর অনুমতি জন্য কীভাবে আবেদন করবেন?

স্থানীয় সংবাদ, ঘাটাল: গত বছরের মতো এবছরও অনলাইনের আবেদন করলেই দুর্গা পুজোর অনুমতি পেতে পারবেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, ঘাটাল মহকুমার পুজো ও মাইক পারমিশনের আবেদন করতে মহকুমার অফিসিয়াল সাইট www.sdoghatalonline.com  ক্লিক করতে হবে।  আবেদন আজ থেকেই করা যাবে।   এবার পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। যে পুজোরই অনুমতি নিন না কেন আপনাকে অনলাইনে গিয়ে মাইকের অনুমতি প্রথমে নিতে হবে। https://sdoghatalonline.com/ এই ওয়েব সাইটে গিয়ে ‘MIKE PERMISSION’ অপশনে গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে। তার আগে আগে হাতের সামনে রাখতে হবে লেটারহেড প্যাডে লেখা এবং পুজো কর্তৃপক্ষের স্বাক্ষর এবং অনুমোদিত স্ট্যাম্পসহ একটি আবেদনপত্রের পিডিএফ। যেটি অনলাইন আবেদন পত্রে আপলোড করে সাবমিট করতে হবে।আবেদনের দুই দিনের মধ্যে অ্যাপ্রুভের এস এম এস বা মেইল পাওয়া যাবে।
এরপর WBSEDCL তথা বিদ্যুৎ দপ্তরের রিসিপ্ট কপিটি বের করতে হবে। দমকল তথা FIRE এবং দূষণ নিয়ন্ত্রণ পর্যদ বা  PCB’র পারমিশনগুলির জন্য অ্যাপ্লিকেশন করলে মহকুমাশাসকের অফিস থেকেই ওই পারমিশনের ব্যবস্থা করা হবে। এই পারমিশনগুলির জন্য আবেদন করার লিংক পাওয়া যাবে উপরিউক্ত ওয়েবসাইটেই। সমস্ত পারমিশন কপি এবং রিসিপ্ট পেয়ে যাওয়ার পর ‘PUJA PERMISSION’ এ ক্লিক করে সেখানে দেওয়া আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে সমস্ত পারমিশন কপিসহ সাবমিট করতে হবে। উল্লেখ্য ডকুমেন্ট আপলোড অপশনগুলিতে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট একটি পিডিএফ ফাইলের মধ্যে করে আপলোড করতে হবে।
এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনার জন্য,   শুক্রবার ২৪ সেপ্টেম্বর বেলা ১২টায় একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়েছে।  সেই মিটিঙে যোগ দেবার জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিস বা মিউনিসিপালিটি অফিসে যোগাযোগ করা যেতে পারে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।