গণ বিক্ষোভের মুখে পড়ে দাসপুরে রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ হল

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: বর্তমানে ঘাটাল-মেচোগ্রাম রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। সেই রাস্তার কাজ ‘নিয়ম মেনে’ হচ্ছে না অভিযোগ [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তুলে আজ রাতে প্রবল আপত্তি করলেন দাসপুর গঞ্জের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা যতখানি চওড়া হওয়ার কথা ছিল দাসপুরে সেই মতো চওড়া করা হচ্ছে না।  যেটুকু মাটি খুঁড়ে সম্প্রসারণ করা হচ্ছে সেটাও নিয়ম মেনে হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন। এনিয়ে আজ ৩ মার্চ

সন্ধ্যায় দাসপুর গঞ্জে ঠিকাদার সংস্কার কর্মীদের সঙ্গে এলাকার বাসিন্দাদের চরম তর্ক-বিতর্ক বাঁধে। এলাকার বাসিন্দাদের চাপে কাজ বন্ধ রাখতে বাধ্য হলেন ঠিকাদার সংস্থার কর্মীরা। স্থানীয়দের দাবি, এই মহকুমায় রেল যোগাযোগের ব্যবস্থা নেই। তাই ওয়ার্ক ওর্ড়ার অনুযায়ী ১০ মিটার তথা ৩৩ ফুট রাস্তা চওড়া করতে হবে।তা না হলে কাজ করতে দেওয়া হবে না। পূর্ত দপ্তরের ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুলদাস মালাকার জানিয়েছেন, দাসপুরের ওই ঘটনাটির কথা তাঁর জানা নেই। তবে কোথাও সরু বা কোথাও চওড়া করে রাস্তা করা হবে না। পুরো রাস্তাটিই ১০ মিটার তথা ৩৩ ফুট করে পিচ হবে। তাছাড়া ঘাটাল শহরের অংশটি তথা কুশপাতা তোরণ থেকে ময়রাপুকুর মোড় (বিবেকানন্দ) পর্যন্ত রাস্তাটি আরও বেশি করে চওড়া করা হচ্ছে। গোকুলবাবু বলেন, ঘাটাল শহরের অংশটি সার্ভিস রোড সহ মোট ২১ মিটার তথা ৬৩ ফুটের মতো চওড়া করা হবে। এছাড়াও দাসপুর, গৌরা, খুকুড়দহ, সুলতানগরের মতো কিছু গুরুত্বপূর্ণ বাসস্টপে ‘বাস-বে’ করা হবে। তারজন্য ওই জায়গাগুলি আরও বেশ কিছুটা চওড়া করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।