শিশু মেলার টেন্ডার উঠল প্রায় এক কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রত্যেক বছরই ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’র সমস্ত এলাকাটিকে টেন্ডার দিয়ে দেওয়া হয়। মানে, যিনি টাকার বিনিময়ে টেন্ডার নেন তিনিই সমস্ত স্টল বসান, স্টলের ভাড়া ঠিক করেন। বেলুন,ঘুগনি, ফুচকা দোকান থেকে শুরু করে পোশাক, দোলনা, ম্যাজিক সমস্ত স্টল বসানোর ব্যবস্থা করেন। মেলায় ব্যবসা, প্রদর্শনী করার জন্য দোকান বা স্টলের জন্য ভাড়া ব্যক্তিই ঠিক করেন। ওই ভাবেই তিনি টেন্ডারের সমস্ত টাকা তুলেন, নিজের লাভ রাখেন। অন্যদিকে

মেলা কমিটি ওই টেন্ডার থেকে পাওয়া টাকায় স্টল তৈরির খরচ, মাইক, জেনারেটর, অনুষ্ঠান, শিল্পী, পুরস্কার, টিফিন, হোটেলের খরচ চালায়। এত বছর গোপনে টেন্ডার প্রক্রিয়ায় চলায় কত টাকায় টেন্ডার দেওয়া হত জানা যেত না। এবারের নতুন কমিটি আজ ৫ ডিসেম্বর প্রকাশ্যে মেলার টেন্ডার করার ব্যবস্থা করেছিল। তাই টেন্ডারের টাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। মেলা কমিটির সহ-সম্পাদক বিকাশ কর বলেন, এবার

৯৬ লক্ষ ২০ হাজার টাকায় মেলাটিকে টেন্ডার দেওয়া হয়েছে। টেন্ডার নিয়েছেন ঝাড়গ্রামের সমীর মালাকার।
বিকাশবাবু বলেন, এর আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক যখন মেলা কমিটির দায়িত্বে থাকতেন তিনি খুব গোপনে এই টেন্ডার করাতেন। তিনি টেন্ডার করে পরে আমাদের টেন্ডারের টাকার পরিমাণের কথা জানিয়ে দিতেন। তাঁর আমলে নাকি টেন্ডারের পরিমাণ ৫০ লাখের বেশি উঠত না। বিকাশবাবু বলেন, এবারের মেলাটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে চাই। সেজন্য সব কিছুই সবাই জানতে পারবেন। তাই আজ মেলা কমিটির প্রত্যেকের উপস্থিতিতে টেন্ডারটির আয়োজন করা হয়েছিল।  প্রসঙ্গত, এই মেলা কমিটির সভাপতি রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে সাংসদ দীপক অধিকারী(দেব) এবং ঘাটাল প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ। •এবার মেলা হচ্ছে ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২২

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।