দাসপুরে সাপের কামড়ে মৃত্যু হল এক বালকের

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার বোলুড়ী গ্রামে এক বালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত বালকটির নাম সায়ন মাল (১০)। আজ ২ সেপ্টেম্বর ভোর প্রায় চারটা নাগাদ হঠাৎ গা জ্বালা সহ শ্বাসকষ্ট শুরু হয় সায়নের। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তড়িঘড়ি করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি লক্ষণ দেখে অনুমান করেন বালকটিকে সম্ভবত বিষাক্ত কোনও সাপে কেটেছে। অতিসত্বর তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ওই চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার আরও অবনতি হতে দেখে পরিবারের লোকজন কেশপুর থানার নেড়াদেউলের এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সায়ন। দুই বোনের কোলে একমাত্র ভাই সে। এক প্রতিবেশী সুকুমার মাল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে সায়নের গা-হাত নীল হয়ে যায়,জ্বালায় ছটফট করতে থাকে। তার সাথে শ্বাসরুদ্ধ হয়ে আসে। তারপরই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

পরিবারের লোকজন জানান, কীভাবে এই বিপত্তি ঘটল বুঝতে পারছেন না। রাতে শুয়ে থাকার সময় কিছু কামড়াতে পারে। আবার বুধবার বিকেলে মাঠে খেলতে গিয়েছিল, সেখানেও কিছু কামড়াতে পারে বলে অনুমান তাঁদের।

যদিও দাসপুর-২ ব্লকের গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক তথা সর্প নিয়ে চর্চাকারী সুব্রত বুড়াই বলেন, ছেলেটিকে যদি বিকেলে সাপে কেটে থাকে তাহলে গোখুরো বা কেউটে সাপ কেটে থাকতে পারে। রাতে হলে কালাচে কাটতে পারে। কারণ দিনের বেলা কালাচ সাপকে বেরোতে দেখা যায় না। এই সমস্ত সাপগুলির বিষে নিউরোটক্সিন থাকে যার ফলে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু ঘটে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।