দাসপুরে বহু ছাত্রী উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে দুশ্চিন্তায়

সুদীপ্ত শেঠ: পরীক্ষা শেষ। ফলাফলও বেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মার্কশিট হাতে পাচ্ছে না ছাত্রীরা। এদিকে আগামী কাল সোমবার নার্সিংএর ফরম পূরণের শেষ দিন। ফলে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে দাসপুর-২ ব্লকের চাঁইপাট হাইস্কুলের এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া শতাধিক ছাত্রী। তারা বলে, মার্কশিট পাওয়ার জন্য আমরা বার বার স্কুলে যাচ্ছি কিন্তু স্কুল থেকে কোনও সদুত্তর পাইনি। ওই স্কুলের প্রধান শিক্ষক মোহন মাইতি বলেন, আমাদের স্কুল থেকে এবার ২৫৩ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ১২৬ জন ছাত্রীর মার্কশিট আসেনি। আমি উচ্চ মাধ্যমিকের কাউন্সিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছি। আশা করি, আগামী সপ্তাহে মার্কশিটগুলি হাতে পেয়ে যাব।
এবছর উচ্চমাধ্যমিক ফলফল প্রকাশিত হওয়ার দিনই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মোট নম্বর সহ বিষয় ভিত্তিক নম্বর জানতে পেরে গিয়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই আগামী দিনে কী নিয়ে এবং কোথায় পড়বে তা নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের চিন্তাভাবনা ও পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল।  রেজাল্ট বেরোনোর ১৫ দিন পর তথা ৩১ জুলাই ক্যাম্পের মাধ্যমে স্কুলগুলির হাতে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক বলেন, ঘাটালের ক্যাম্প থেকে আমরা প্যাকেটটা খুলে দেখি সমস্ত ১২৭জন ছাত্রছাত্রীর   সার্টিফিকেট এবং ১২৭ জন ছাত্রছাত্রীর মার্কশিট ওই প্যাকেটের মধ্যে রয়েছে। কিন্তু বাকী ১২৬ জন ছাত্রীর সার্টিফিকেট থাকলেও মার্কশিট ছিল না। সঙ্গে সঙ্গেই আমি সংসদের প্রতিনিধিকে বিষয়টি জানাই। তিনি আমাকে সংসদের দুটি নম্বর দেন। ওই দিনই নম্বরগুলিতে ফোন করতে তাঁরা বিষয়টি মেল করে জানাতে বলেন। স্কুল থেকে ওই দিনই মেলও করা হয়।
স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে বার বার কাউন্সিলে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তবুও মার্কশিটগুলি রেডি হয়েছে বলে সংসদ অফিস থেকে জানানো হয়নি।
এদিকে নার্সিং সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার অনলাইন ফরম পূরণের শেষ দিন আগামী কাল তথা ১০ আগস্ট সোমবার। কলেজের ভর্তির আবেদনও সোমবার থেকে শুরু হচ্ছে। কিন্তু হাতে এখনও মার্কশিট না পাওয়ায় দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারছে না ওই ১২৬ জন ছাত্রী। রাতে ঘুমোতে পারছে না তারা। প্রধান শিক্ষক বলেন, আমি সোমবারই ভোরে গাড়ি নিয়ে কলকাতার সংসদ অফিসে যাব। মার্কশিটগুলি যদি পেয়ে যাই ওই দিনই ছাত্রীদের হাতে তুলে দেব। •ছবিটি প্রতীকী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!