পেট্রোপণ্য দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরোধিতা, সকলকে দ্রুত ভ্যাকসিন, নদী-খাল-নালা সংস্কার সহ কয়েকটি দাবিতে আজ ৬ জুলাই ঘাটাল মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই (কম্যুনিস্ট) দলের ঘাটাল লোকাল কমিটি। ঘাটাল কলেজ মোড়ে এক বিক্ষোভ ধর্ণার আয়োজন করে তারা। এই ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন, সুব্রত মাজী, নাড়ুগোপাল দোলই, ফারুক মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ। তাদের অভিযোগ – কোভিড-১৯ পরিস্থিতিতে দেশে সাধারণ মানুষের অর্থ সংকট অত্যন্ত তীব্র। এরকম একটা অবস্থায় পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশঃ বেড়েই চলেছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। বাস, ট্রেন স্বাভাবিকভাবে চালু না করার ফলে শ্রমজীবী মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়ছে। স্কুল, কলেজ চালু ও পরীক্ষা না নেওয়ার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ভ্যাকসিন অপ্রতুল। উপযুক্ত বাঁধ ও নিকাশী ব্যবস্থার অভাবে প্রতি বছরের মতো এবারেও আমাদের মহকুমার একটা অংশ প্লাবিত হয়েছে। গ্রামীণ এলাকার রাস্তাগুলি সহ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক দীর্ঘ্যদিন ধরেই বেহাল। বর্তমানে এই রাস্তাটি সংস্কারের কাজ চলছে অত্যন্ত ঢিমেতালে।
এই ধর্নামঞ্চ থেকে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে গিয়ে অভিযোগগুলি তুলে ধরেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কানাইলাল পাখিরা, হেমন্ত সী, জগদীশ মণ্ডল অধিকারী। তারা দাবী করেন –
১) কেন্দ্র ও রাজ্য সরকারের কর প্রত্যাহার করে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম কমাতে হবে।
২) কেন্দ্রীয় তিনটি কালা কৃষি আইন, বিদ্যুৎ বিল ২০২০, শ্রমিক স্বার্থবিরোধী ৪ টি শ্রমকোড বাতিল করতে হবে।
৩) স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ চালু করতে হবে।
৪) লোকাল ট্রেন চালু করতে হবে। সরকারী নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে সমস্ত বাস চালু করতে হবে। বাসের ভাড়া না বাড়িয়ে সরকারী ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করতে হবে।
৫) নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে।
৬) দুর্বাচাটি, চন্দ্রেশ্বর, পায়রাশি, গোমরাই ইত্যাদি নদী ও খালগুলি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। শিলাবতী অববাহিকায় শিলাবতী, ঝুমি, কেঠিয়া সহ অন্যান্য খালবাঁধগুলির দুর্বল অংশ দ্রুত মেরামত করতে হবে।
৭) নিকাশী খাল ও ড্রেনগুলি দ্রুত পরিষ্কার করতে হবে। সমস্ত নিকাশী খালে পড়ে থাকা গাছ সহ জঞ্জাল, জাল, মাছ ধরার পাটা, কচুরিপানা অবিলম্বে পরিষ্কার করতে হবে।
৮) করোনা তৃতীয় ঢেউ আসার আগেই সকলকে দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৯) ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের কাজ দ্রুততার সঙ্গে করতে হবে।
ধর্ণা বিক্ষোভের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কর্পোরেট দালাল আখ্যা দিয়ে তাঁর কুশপুতুল দাহ করে তারা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।